বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন বি এইচ আর এফ কুমিল্লা মহানগর শাখার অফিস উদ্বোধন হয়েছে।

বুধবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর দ্বিতীয় কান্দিরপাড় ফারহানা মঞ্জিলে অফিস উদ্বোধন হয়।

অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিজ্ঞ পিপি অ্যাডভোকেট বদিউল আলম সুজন। হিউম্যান রাইটস ফাউন্ডেশন কুমিল্লা মহানগর শাখার সভাপতি জনাব মো: হারুনুর রশীদ ভূঁইয়া সভাপতিত্বে ,বক্তব্য রাখেন, এডভোকেট নাছির আহাম্মদ মোল্লা , কুমিল্লা মহানগরী সহ-সভাপতি শহীদুল্লাহ মিয়াজী। সাংগঠনিক সম্পাদক মো:ফরহাদ হোসেন এর পরিচালনা আরো বক্তব্য রাখেন, নির্বাহী সদস্য জাহাঙ্গীর হোসেন মজুমদার, জহিরুল ইসলাম, অফিস সম্পাদক অ্যাডভোকেট শামসুদ্দিন,নির্বাহী সদস্য অ্যাডভোকেট ইব্রাহিম খলিল, অ্যাডভোকেট নাসির উদ্দিন আহমেদ মজুমদার। সবার শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।