শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে টানা ৫ দিন সব ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এ তথ্য নিশ্চিত করেছেন ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবু মুসা।

ভোমরা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান বলেন, দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরের ব্যবসায়ীরা ৫ দিন ব্যবসায়ী কার্যক্রম বন্ধ রাখবে জানিয়ে চিঠি দিয়েছে। আমরাও চিঠি ইস্যু করে বন্ধ রাখার কথা এ স্থলবন্দরের ব্যবসায়ীদেরকে জানিয়েছি। সে অনুযায়ী রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে বৃহস্পতিবার (২ অক্টোবর) পর্যন্ত পাঁচ দিন বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী শনিবার (৪ অক্টোবর) থেকে পুরোদমে বন্দরের ব্যবসায়ী কার্যক্রম পুণরায় চালু করা হবে।

ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ উপপরিদর্শক (এসআই) মো. রাসেল হাসান বলেন, পূজায় ৫ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে জেনেছি। তবে, এসয় দুই দেশের পুলিশ অভিবাসন (ইমিগ্রেশন) চৌকি খোলা থাকবে ও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল সচল থাকবে।

ভোমরা স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতীয় ঘোজাডাঙ্গা স্থল শুল্ক স্টেশনের ব্যবসায়ীরা চিঠি দিয়ে ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার কথা জানিয়েছে। ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনও চিঠি দিয়েছে। পূজায় আগামী ১ অক্টোবর থেকে ২ অক্টোবর দুদিন সরকারি ছুটি। তবে ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ভোমরা শুল্ক (কাস্টমস) দপ্তর পুরোদমে সচল থাকবে।

এ সময় বন্দরের আভ্যন্তরীণ খালাস প্রক্রিয়াও চলমান থাকবে এবং পণ্য খালাস করে ভারতীয় ট্রাক দেশে ফিরে যেতে পারবে বলে জানান ওই কাস্টমস কর্মকর্তা।