ফেনী সংবাদদাতা :ফেনী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ করে 'শমসের গাজী চর্চা কেন্দ্র। সমন্বয়কারী মুহাম্মদ ফজলুল হক সাংবাদিকদেরকে 'শমসের গাজী চর্চা কেন্দ্র' প্রতিষ্ঠার কারণ ব্যাখ্যা করেন। অষ্টাদশ শতকের মাঝামাঝিতে পলাশী যুদ্ধের পর ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে সিলেট, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, পার্বত্য চট্টগ্রামসহ ত্রিপুরার বিশাল অংশ শাসন করেন বীর শমসের গাজী।
ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
ঝিনাইদহ সংবাদদাতা : ‘সেবাই মূলমন্ত্র’ এই স্লোগানকে সামনে রেখে আড়মুখী জোয়ার্দার জালাল উদ্দীন মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ২০ জন বিভিন্ন বিশেষজ্ঞ ডাঃ দ্বারা ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের "স্বপ্নছোঁয়া সামাজিক উন্নয়ন ফোরাম" এর আয়োজনে শনিবার সকাল থেকে বিরতিহীন ভাবে বিকাল পর্যন্ত এ ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এই ফ্রী মেডিকেল ক্যাম্পে ২০ জন বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ডাঃ সারাদিনে নলডাঙ্গা, সুরাট,ঘোর শাল, জামাল ও ফুর সন্ধি ইউনিয়ন থেকে আসা প্রায় ২ হাজার রুগীর ফ্রী প্রেসক্রিপশন করেন।
বাস্তবায়নের লক্ষ্যে সভা
উলিপুর (কুড়িগ্রাম) কুড়িগ্রামের উলিপুরে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি উলিপুর উপজেলার আয়োজনে, থেতরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি হায়দার আলী মিঞা। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর বিভাগের বিএনপি'র সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু।
নতুন ঘর উপহার
ফেনী সংবাদদাতা :সোনাগাজী উপজেলার মংগলকান্দি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের রাজাপুর গ্রামে একজন অসহায় দরিদ্র বিধবা ছেমন আরা(৪৫)কে একটি নতুন ঘর উপহার দেয়া হয়।নির্মান কাজে সহযোগিতা এবং ঘরটি উদ্বোধন করেছেন ফেনী-৩ (দাগনভূঁঞা-সোনাগাজী) উন্নয়ন পরিষদের চেয়ারম্যান, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডাঃ মোঃ ফখরুদ্দিন মানিক।পরে তিনি ফিতা কেটে উদ্বোধন করে ঘরটি বিধবা মহিলার হাতে তুলে দেন।
আলোচনা সভা
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: দাউদকান্দি ওলামা মাশায়েখ কমিটি এবং বাংলাদেশ মসজিদ মিশন দাউদকান্দি পৌরসভা শাখার উদ্যোগে সকল দল-মতের আলেমদের সম্মিলিত অংশগ্রহণে আজ দাউদকান্দি মডেল মসজিদ অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শির্ক-বিদাত থেকে উম্মাহকে সতর্ক করতে সকল আলেমদের ঐক্যবদ্ধ হতে হবে এবং ইসলামের মৌলিক বিষয়ে সবাইকে এক হয়ে চলার নীতিগত সিদ্ধান্ত হয়।