কুমিল্লা-১ দাউদকান্দি-তিতাস উপজেলা ও কুমিল্লা-২ হোমনা-মেঘনা উপজেলা নির্বাচন কমিশনের প্রাথমিক সীমানা পুনর্নির্ধারণের প্রস্তাব বাতিল এবং পূর্বের সীমানা পুনর্বহালের দাবিতে আজ সকালে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের আয়োজন করেন কুমিল্লা উত্তরের জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ ও সর্বস্তরের স্থানীয় জনগণ। উপস্থিত ছিলেন কুমিল্লা-১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মোঃ মনিরুজ্জামান বাহলুল, কুমিল্লা-২ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মোঃ নাজিম উদ্দিন মোল্লা, কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন, সহকারী সেক্রেটারি মোঃ লোকমান হাকিম ভুইঁয়া, অধ্যক্ষ মুফতি আমিনুল ইসলাম এবং বসুন্ধরা থানা আমীর জনাব আবুল বাশার।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা ২: হোমনা-মেঘনা আসনে জামায়াত মনোনীত এম পি প্রার্থী মোঃ নাজিম উদ্দিন মোল্লা বলেন, “হোমনা, মেঘনা কুমিল্লা-২ আসন এবং তিতাস, দাউদকান্দি কুমিল্লা-১ আসন পূর্বের অবস্থায় রাখতে হবে। নির্বাচন কমিশনের প্রস্তাবে তিতাসকে কুমিল্লা-২ এবং মেঘনাকে কুমিল্লা-১ এ অন্তর্ভুক্ত করা হয়েছে, যা জনস্বার্থবিরোধী। ভৌগলিক অখণ্ডতা, যাতায়াত ব্যবস্থা এবং ভোটারের অনুপাত—এই তিনটি বিষয় পুনঃবিবেচনা করতে হবে।”
তিনি বলেন, “আমরা এ মানববন্ধন করতে বাধ্য হয়েছি। আমরা নির্বাচন কমিশনের কাছে ছুটে গিয়েছিলাম। আমরা বলেছিলাম, আমাদের আসন যেভাবে রয়েছে সেভাবেই রাখা হবে। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই নির্বাচন কমিশনের সচিবালয় থেকে এক বিজ্ঞাপনের মাধ্যমে কুমিল্লা-২ মধ্যে তিতাস কে এবং কুমিল্লা-১ এর মধ্যে মেঘনা কে দেওয়া হয়েছে। হোমনা উপজেলা থেকে মূলত মেঘনা উপজেলা সৃষ্টি হয়েছিল। মেঘনা শহর থেকে দাউদকান্দি যেতে আমাদের প্রায় ২২ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। আমাদের সরাসরি যাবার কোন পথ নেই। আমাদের নদীপথ অতিক্রম করে যেতে হয়। মেঘনা থেকে দাউদকান্দি যেতে ইতিপূর্বে অনেক নৌকা ডুবে প্রাণহানিও হয়েছে।”
ভৌগলিক অখণ্ডতা এবং জনগণের যোগাযোগের যে বিষয়টি রয়েছে এই বিষয়টি নির্বাচন কমিশনের টেকনিক্যাল টিম সম্পূর্ণভাবে ইগনোর করেছে মন্তব্য করে তিনি বলেন, “ভৌগোলিক অখণ্ডতা, যাতায়াত ব্যবস্থা ও ভোটারের অনুপাত এই তিনটি বিষয় আবারো যাচাই বাছাই করে নির্বাচন কমিশনকে এই আসনের বিষয়টি পর্যালোচনা করতে হবে।”
তিনি বলেন, “৫৫ বছর মেঘনা ও হোমনা এক ছিল। ২০০৮ সালে এসে কিছু কু-চক্রীদের মাধ্যমে আলাদা করা হয়। ২০১৮ সালে যা আবার এক করা হলেও বর্তমানে এসে আবার আলাদা করে হচ্ছে। আমরা হোমনা এবং মেঘনা একসাথে থাকতে চাই এবং তিতাস ও দাউদকান্দি একসাথে থাকতে চাই।”
তিনি আর বলেন, “সাধারণ মানুষের দাবিকে উপেক্ষা করে আপনারা কেন এই আসনকে ভেঙে দিচ্ছেন সেই বিষয়টি পর্যালোচনা করে আশা করি আপনারা সঠিক সিদ্ধান্ত নিবেন। আমরা আশা করি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার মধ্য দিয়েই আমরা আমাদের দাবি আদায় করতে সক্ষম হবো ইনশাল্লাহ।”
দাউদকান্দি থানা আমীর ও কুমিল্লা:১ দাউদকান্দি-তিতাস আসনে জামায়াত মনোনীত এম পি প্রার্থী মোঃ মনিরুজ্জামান বাহলুল বলেন, “ঢাকার প্রবেশদ্বার দাউদকান্দি, তিতাস, হোমনা, মেঘনার জনগণ পূর্বের ন্যায় থাকতে চায়। অন্যথায় আমরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অচল করে দেব।”
প্রধান অতিথি কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন বলেন, “আগে যেভাবে ছিল, সেটি পুনর্বহাল করতে হবে। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে এবং দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব।”
মানববন্ধন শেষে একটি স্মারকলিপি প্রধান নির্বাচন কমিশনারের নিকট প্রদান করা হয়।