রাজবাড়ী সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখা গতকাল ৪ এপ্রিল জুময়া’বার বেলা ৪ টায়জেলা জামায়াতের কার্যালয়ে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য রাজবাড়ী জেলা শাখার আমীর এ্যাড. নুরুল ইসলাম।

রাজবাড়ী জেলা জামায়াতের সেক্রেটারি মো. আলীমুজ্জামান এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ঢাকা মহানগরী উত্তর জামায়াতের কর্মপরিষদ সদস্য মুহাম্মাদ জামাল উদ্দীন, জামায়াতের জেলা শাখার নায়েবে আমীর মো. হাসমত আলী হাওলাদার,

সদর উপজেলা জামায়াতের আমীর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা সাইয়েদ আহাম্মদ খান, জেলা কর্মপরিষদ সদস্য মো. হেলাল উদ্দিন, জেলা কর্মপরিষদ সদস্য মো. হারুন অর রশীদ, জেলা কর্মপরিষদ সদস্য ও পৌর আমীর ডা. হাফিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য পাংশা পৌরসভা শাখার আমীর জামিল আখতার রুপুসহ আরও অনেকে।