কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার মিরপুরে স্কুল কমিটিকে কেন্দ্র করে জাসদ সন্ত্রাসী বাহিনীর হামলায় নিহত জামায়াত কর্মী খোকন মোল্লার পরিবারকে একটি পাকা বাড়ি উপহার দিয়েছে জামায়াতে ইসলামী। এছাড়াও খোকন মোল্লার ছোট ছোট দুইটা বাচ্চা মেয়ের লেখাপড়ার দাযীত্ব নিয়েছেন কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামী ৯ আগস্ট শনিবার ঘর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য খন্দকার এ কে এম আলী মুহসিন এবং ড. আলমগীর বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম। এছাড়াও উপস্থিত ছিলেন মিরপুর-ভেড়ামারা আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী জননেতা আব্দুল গফুর, মিরপুর উপজেলা আমির রেজাউল ইসলাম প্রমুখ। এ সময় প্রধান মেহমান বলেন খোকন মোল্লাকে অন্যায় ভাবে হত্যা করা হয়েছে এবং খোকন মোল্লা ইসলামী আন্দোলনের কাজ করতে গিয়েই শহীদ হয়েছেন, তাই খোকন মোল্লার পরিবারের পুরো দায়িত্ব আমাদের। উল্লেখ্য, গত বছর উপজেলার বুরাপাড়ায় স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে শহীদ হয়েছিল জামায়াত কর্মী খোকন মোল্লা।
গ্রাম-গঞ্জ-শহর
জাসদ সন্ত্রাসীদের হামলায় নিহত
কুষ্টিয়ায় শহীদ খোকন মোল্লার পরিবারকে পাকা বাড়ি উপহার দিল জামায়াত
কুষ্টিয়ার মিরপুরে স্কুল কমিটিকে কেন্দ্র করে জাসদ সন্ত্রাসী বাহিনীর হামলায় নিহত জামায়াত কর্মী খোকন মোল্লার পরিবারকে একটি পাকা বাড়ি উপহার দিয়েছে জামায়াতে ইসলামী। এছাড়াও খোকন মোল্লার
Printed Edition
