পাবনা পৌর কমিউনিটি পুলিশ খাইরুল দুর্বৃত্ত কর্তৃক আক্রান্ত হয়ে গত ৮ নবেম্বর পাবনা সদর হাসপাতালে ভর্তি হলে তাকে দেখতে প্রিন্সিপাল ইকবাল হোসাইন গতকাল রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় পাবনার জেনারেল হাসপাতালে যান। এ সময় তার চিকিৎসার খোঁজ-খবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন।

পরে তিনি হাসপাতালের শিশু বিভাগ ও অর্থোপেডিক্স ও মেডিসিন বিভাগে ভর্তি কৃত রোগীদের খোঁজখবর নেন। এ সময় তার সাথে ছিলেন পাবনা সদর উপজেলা জামায়াতের শুরা সদস্য ও দোগাছি ইউনিয়ন পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফুল আলম হেলাল, দোগাছি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সভাপতি আশিকুল ইসলাম, শ্রমিক নেতা খায়রুল ইসলাম, জামায়াত নেতা ইউসুফ আলী প্রমূখ। পরে প্রিন্সিপাল ইকবাল হোসাইন হাসপাতালের রোগীদের দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন।