শার্শা (যশোর) সংবাদদাতা : যশোরের শার্শায় পুলিশ অভিযান চালিয়ে ৪২ বোতল ফেন্সিডিলসহ বিল্লাল হোসেন (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। ১৮ মার্চ সোমবার সকালে ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী বিল্লাল হোসেন বেনাপোল পোর্ট থানার খড়িডাঙ্গা উত্তর পাড়া গ্রামের মৃত নাজিমউদ্দীন এর ছেলে। শার্শা থানার অফসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম জানান, গোপন সংবাদে জানতে পারি মাদকের একটি বড় চালান পাচার হচ্ছে। এমন সংবাদে থানার এস আই হযরত আলী ও এ এস আই মোজাফফার হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে শার্শার পান্তাপাড়ার জেলেপাড়া টু মান্দারতলা সড়কের বটতলা পাকা রাস্তার উপর হতে ৪২ বোতল ফেন্সিডিলসহ বিল্লাল হোসেনকে আটক করা হয়। যার বর্তমান বাজার মূল্য এক লক্ষ ছাব্বিস হাজার টাকা।

শার্শা থানার অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক মাদক ব্যবসায়ী বিল্লাল হোসেনের নামে মাদক আইনে মামলা হয়েছে। যার মামলা নং ১৪, তাং ১৮/০৩/২৫। মাদক ব্যবসায়ী বিল্লাল হোসেনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।