আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৬ আসনের এমপি প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন। জনগণের দ্বারে দ্বারে গিয়ে তিনি পরিবর্তনের বার্তা পৌঁছে দেন এবং জনগণের দুঃখ-দুর্দশা লাঘবের আশ্বাস দেন। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের জকারুল্লাহ মন্ডল বাড়ি, মধুখালী জামে মসজিদ, জামতলা বাজার, গেওবুনিয়া প্রাথমিক বিদ্যালয়, চকরি-বকরি গ্রাম, দিঘুলিয়া জামে মসজিদ, আসাননগর হাইস্কুল, আলোকদীপ হাইস্কুল, জকারুল্লাহ শীল বাড়ি, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গণসংযোগ ও মতবিনিময় করেন। বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণসংযোগটি এক প্রকার জনসমাবেশে পরিণত হয়। রাস্তার দু’পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ মাওলানা আবুল কালাম আজাদকে শুভেচ্ছা জানান। এ সময় তিনি বলেন, আজ দাঁড়িপাল্লার গণজোয়ার শুরু হয়েছে। দেলুটি ইউনিয়নের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যই জামায়াতে ইসলামী আপনাদের কাছে এসেছে। দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ যে অবহেলিত, বঞ্চনা ও অবহেলার শিকার হয়েছেন, দাঁড়ি পাল্লার এই গণজোয়ার আপনাদের প্রার্থীকে নির্বাচিত করে তার অবসান ঘটাবে। দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং স্থানীয় অবকাঠামো উন্নয়নে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে ইনশাআল্লাহ। তিনি বলেন, দেলুটি ইউনিয়নসহ পুরো অঞ্চলের অবহেলিত শিক্ষা ব্যবস্থা, ভাঙাচোরা রাস্তাঘাট, অরক্ষিত বেড়িবাঁধ, অচল স্লুয়েসগেট, স্বাস্থ্যসেবার সংকট ও জনদুর্ভোগ দূর করা এখন সময়ের দাবি। জনবান্ধব উন্নয়ন, টেকসই অবকাঠামো ও শিক্ষা প্রতিষ্ঠানের আধুনিকায়ন নিশ্চিত করতেই আমি কাজ করতে চাই। আপনারা দোয়া ও সমর্থন দিলে ইনশাআল্লাহ এ এলাকার সামগ্রিক উন্নয়নই হবে আমার প্রথম অঙ্গীকার। তিনি আরও বলেন, দেলুটি ইউনিয়নের প্রতিটি গ্রামেই মানুষ পরিবর্তন চায়, উন্নয়ন চায়। রাজনৈতিক প্রতিশ্রতি নয়-বাস্তব কাজ দিয়ে জনগণের আস্থা অর্জন করাই আমার লক্ষ্য।
এ সময় পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. আলতাফ হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ডা. আসাদুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের খুলনা জেলা দক্ষিণের সাবেক সভাপতি রুহুল আমিন, দেলুটি ইউনিয়ন সভাপতি গোলাম মোস্তফা, সহ-সভাপতি আব্দুস সোবাহান গাজী, রশিদ বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. সেলিম গাজী, ইউনিয়ন বায়তুলমাল সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক, ওলামা বিভাগ দেলুটি ইউনিয়ন সভাপতি আব্দুল মান্নান গাজী, যুব বিভাগ সভাপতি মো. আসাদুল সরদার, দেলুটি ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি মো. মোস্তফা গাজী, ১ নং ওয়ার্ড সভাপতি মো. মফিজুল গাজী, ২ নং ওয়ার্ড সভাপতি বাবলু মোড়ল, ৩ নং ওয়ার্ড সভাপতি হাফেজ মিজানুর রহমান, সেক্রেটারি আশরাফুল ইসলাম, বায়তুলমাল সেক্রেটারি হাবিবুর শেখ, ৪ নং ওয়ার্ড সভাপতি জাহিদুর রহমান, ৫ নং ওয়ার্ড সভাপতি বাবুল শেখ, সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম, ৭ নং ওয়ার্ড সভাপতি আসাবুর মোড়ল, সেক্রেটারি মাসুদ বিশ্বাস, ৮ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আবজাল হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
খুলনা-৬ আসনের এই এমপি প্রার্থী আরও বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর স্পষ্টবার্তা হচ্ছে জামায়াত চাঁদাবাজি করে না কাউকে চাঁদাবাজি করতে দেবে না। জামায়াত দখল বাজি করে না কাউকে দখলবাজি করতে দিবে না। সন্ত্রাসী করে না কাউকে সন্ত্রাসী করতে দিবে না। তিনি আরও বলেন, তিনি যদি কয়রা-পাইকগাছার এমপি নির্বাচিত হন, তাহলে প্রতিটি মজলুমের পাশে দাঁড়িয়ে তাদের সমস্ত পাওনা আদায় করানো বা ফিরিয়ে দেয়া হবে। এখানে যত বড় প্রভাবশালী বা শক্তিধর ক্ষমতাধর ব্যক্তি থাকুন না কেন, সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। বাংলাদেশ জামায়াতে ইসলামী সাধারণ মানুষের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ।’