চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আজিজ আল হাফিজের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে। সম্প্রতি ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড লামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা গেছে, একটি সশস্ত্র সংঘবদ্ধ ডাকাতদল রাত আনুমানিক ভোর চারটার দিকে পুরুষ শূণ্য থাকার সুযোগ নিয়ে বাড়িতে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের নারীসহ অন্যান্য সদস্যদের জিম্মি করে ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. আবদুল্লাহ ও ইউনিয়ন শ্রমিক কল্যাণ সভাপতি নবীউল হাসান মাহিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। সম্প্রতি ফাঁসিয়াখালী ইউনিয়নসহ উপজেলার আশপাশ এলাকায় আশংকাজনক হারে ডাকাতির ঘটনায় সচেতন নাগরিক সমাজ চরম উদ্বেগ প্রকাশ করেছে। তারা দ্রুত ডাকাতদের গ্রেফতার ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
গ্রাম-গঞ্জ-শহর
ফাঁসিয়াখালীতে শ্রমিক কল্যাণ সেক্রেটারির বাড়ি ডাকাতি স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট
চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আজিজ আল হাফিজের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে। সম্প্রতি ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯নং