নোয়াখালী সংবাদদাতা : নোয়াখালী জেলা জামায়াতের প্রবীণ রোকন মাওলানা গোলাম সারওয়ার ৭৫ বছর বয়সে কবির হাট উপজেলার ঘোষবাগ নিজ বাড়িতে ইন্তিকাল করেছেন (ইন্না-লিল্লাহ হে ওয়া ইন্নাইলাহে রাজিউন)। তিনি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, এছাড়া ইসলামি সমাজ কল্যাণ পরিষদের সভাপতি, শিক্ষক সমিতির সাবেক সভাপতি, তিনি মৃত্যুর সময় স্ত্রী, ছয়ছেলে ও দুই মেয়ে সহ বহু হিতাকাংখী রেখে যান।
তার মৃত্যুতে নোয়াখালী জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার ও জেলা জামায়াতের নায়েব আমীর মাওলানা নিজামুদ্দিন ফারুক, কবির হাট উপজেলার আমির ফখরুল ইসলাম মিলন ও উপজেলা সেক্রেটারি মাওলানা মো. ইয়াসিন শোক বানী প্রদান করেন নেতৃবৃন্দ মরহুমের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে এবং জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতুন ফেরদৌস উঁচু মাকাম প্রদানের জন্য মুনাজাত করেন এবং তার পরিবার পরিজন সবাইকে শোক সইবার তাওফিক কামনা করেন। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।