সুবনচর উপজেলার ভূইয়ার হাটে ঈদপূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য মুহতারাম ইসহাক খন্দকার, তিনি বলেন জামায়াত এ দেশে বৈষম্যহীন শোষণ মুক্ত সমাজ বিনির্মানে কাজ করে যাচ্ছে সেজন্যে ব্যাপক জনসমর্থন সৃষ্টির জন্য সকলকে ইব্রাহিম আঃ এর ত্যাগ ও কুরবানির শিক্ষায় উজ্জীবিত হয়ে কাজ করতে হবে, যাতে সকলের সহযোগিতা নিয়ে আমাদের অগ্রযাত্রা জারি রাখতে পারি। ইনশাআল্লাহ শহীদদের রক্তের বিনিময়ে এ দেশে দীনের পতাকা উড্ডীন করা হবে। অনুষ্ঠানে সভাপতি ছিলেন চরবাটা ইউনিয়ন আমীর মাওলানা দিদার উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য প্রফেসর শেখ শিহাব উদ্দিন, ডাক্তার বোরহান উদ্দিন, ও উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিন, সেক্রেটারি মাওলানা জামাল উল্লাহ মুকুল প্রমূখ নেতৃবৃন্দ। সকাল দশটা থেকে অনুষ্ঠান শুরু হয় স্থানীয় মাদ্রাসা হলরুমে।