আজ সকালেই অনুভূত ভূমিকম্পের পর নগরবাসীর নিরাপত্তা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে গাজীপুর সিটি কর্পোরেশন একটি বিশেষ জরুরি নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) চালু করেছে। নগর ভবনের ২য় তলায় কক্ষ নং–২০১ এ স্থাপিত এই রুম থেকে নগরজুড়ে নাগরিক সেবা, ক্ষয়ক্ষতি মূল্যায়ন, উদ্ধার–সহায়তা এবং অভিযোগ সমন্বয় কার্যক্রম পরিচালিত হবে।আজ সকালেই অনুভূত ভূমিকম্পের পর নগরবাসীর নিরাপত্তা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে গাজীপুর সিটি কর্পোরেশন একটি বিশেষ জরুরি নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) চালু করেছে। নগর ভবনের ২য় তলায় কক্ষ নং–২০১ এ স্থাপিত এই রুম থেকে নগরজুড়ে নাগরিক সেবা, ক্ষয়ক্ষতি মূল্যায়ন, উদ্ধার–সহায়তা এবং অভিযোগ সমন্বয় কার্যক্রম পরিচালিত হবে।

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার সরফ উদ্দিন আহমেদ বলেন, ভূমিকম্পের মতো আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে নাগরিকদের পাশে দাঁড়ানো আমাদের মূল দায়িত্ব। আমরা দ্রুততম সময়ে একটি পূর্ণাঙ্গ কন্ট্রোল রুম চালু করেছি, যা ২৪ ঘন্টা সক্রিয় থাকবে। নাগরিকদের নিরাপত্তা ও সেবায় কোনো ঝুঁকি আমরা বরদাস্ত করব না।”

সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল হাসান বলেন, নাগরিকরা আতঙ্কিত না হয়ে, সতর্ক থেকে যে কোনো জরুরি প্রয়োজনে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের লক্ষ্য—সবার জন্য নিরাপদ ও দ্রুত সেবা নিশ্চিত করা।”

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে রয়েছেন

প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ সানিউল কাদের ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক।

যোগাযোগের নম্বর:

টেলিফোন: +৮৮০২২২৪৪২৪০৭০

মোবাইল: ০১৭১২৮৩৬৮৭৩, ০১৯১৫৬৭৬৮৩২

ই-মেইল: [email protected]

নগরবাসীর জন্য উল্লিখিত কন্ট্রোল রুমে যে কোনো জরুরি তথ্য, ক্ষয়ক্ষতি, ভবনের ফাটল, বিদ্যুৎ–পানি–স্যানিটেশন সমস্যা বা অন্যান্য অসুবিধার বিষয়ে সরাসরি যোগাযোগ করার সুযোগ রয়েছে।

সিটি কর্পোরেশনের সচিব মোঃ আমিন আল পারভেজ বলেন, ভূমিকম্প–পরবর্তী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমাদের টিম সম্পূর্ণ প্রস্তুত। নাগরিকদের নিরাপত্তা ও সেবার স্বার্থে কন্ট্রোল রুম অবিরাম সমন্বয় করে চলবে। আমরা সবাই একসঙ্গে সচেতন ও নিরাপদ থাকবো।”

সিটি কর্পোরেশন ইতিমধ্যেই সংশ্লিষ্ট সকল বিভাগ, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা পাঠিয়েছে, যাতে দ্রুত ও কার্যকর সমন্বয় সম্ভব হয়।