ঋণখেলাপির মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব মো. আসলাম চৌধুরী ও তার স্ত্রী নাজনীন মাওলা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
গতকাল সোমবার দুপুরে চট্টগ্রামের অর্থঋণ আদালত-১-এর বিচারক মো. হেলাল উদ্দীন এ নির্দেশ দিলেও বিষয়টি প্রকাশ্যে আসে মঙ্গলবার। তথ্যটি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ এরশাদ।
মামলার নথি থেকে জানা যায়, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পাহাড়তলী শাখা থেকে নেওয়া ঋণের বিপরীতে নির্ধারিত সময়মতো অর্থ পরিশোধ করা হয়নি। ব্যাংকের কাছে থাকা বন্ধকী সম্পদ নিলামে তোলার চেষ্টা করেও বিক্রি সম্ভব হয়নি। পরে ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ দম্পতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৬০ কোটি ৭৭ লাখ ৭৯ হাজার টাকা।
উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর কারাগার থেকে জামিনে মুক্তি পান আসলাম চৌধুরী। দীর্ঘ রাজনৈতিক জীবনে তার বিরুদ্ধে নানা সময়ে মোট ৭৬টি মামলা দায়ের হয়। ২০১৬ সালের ১৫ মে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ এবং পরদিন ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। একই বছরের ২৬ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে গুলশান থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়।