নাটোর সংবাদদাতা : নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেছেন, জুলাই শহীদদের ত্যাগ থেকে শিক্ষা নিয়ে নিজেদেরকে নতুন করে গড়তে হবে। যে কোনো কাজে নিজেকে আত্মত্যাগের মতো মহৎ কাজ শুধুমাত্র প্রকৃত ত্যাগীরাই করতে পারে। জুলাই শহীদদের স্মরণে নাটোরে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের নিয়ে মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার নাটোর আধুনিক সদর হাসপাতালের সম্মেলন কক্ষে এই কর্মসূচির আয়োজন করে সিভিল সার্জন। সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফীনের সভাপতিত্বে পুলিশ সুপার আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ত্যাগী কর্মী নিজেদের রক্ত বিলিয়ে নতুন বাংলাদেশের সূচনা করতে পেরেছিল। আমরা নতুন বাংলাদেশে জুলাই শহীদদের ত্যাগ থেকে শিক্ষা নিয়ে নিজেদেরকে গড়ার আহ্বান জানান। এবং রক্তদানের মত মহৎ কাজে সম্পৃক্ত হতে সকল নাগরিককে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান করেন তিনি। উক্ত মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে আরো বক্তব্যে দেন- নাটোর জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে সহকারি কমিশনার মো. রাসেদুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, উপ-পরিচালক পরিবার পরিকল্পনা মো. আনোয়ারুল আজিম, জেলা মহিলা বিষয়ক উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) নিলা হাফিয়া। এ সময় বক্তারা বলেন, জুলাই আন্দোলনে যোদ্ধারা ৭১ এর যুদ্ধ দেখেনি। কিন্তু জুলাইয়ে জীবনের মায়া না করে যুদ্ধ করেছেন। তাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীনতা। এই স্বাধীনতা ও জাগরন ধরে রাখতে হবে। জুলাইয়ের জাগরণ বিশেষ দিনে পালন করলে হবেনা। এ জাগরণ ধরে রাখতে হলে প্রতিদিন নিজেকে শানিত করতে হবে বলেও মন্তব্য করেন তারা। এ সময় আরো উপস্থিত ছিলেন নাটোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. একরামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. রুহুল আমিন লাবু, আধুনিক সদর হাসপাতাল নাটোরের ডাক্তার ও স্বাস্থ্য কর্মীরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগণসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। পরে বিনামূল্যে স্বাস্থ্য সেবা, রক্তদান কর্মসূচি ও ওষুধ বিতরণ করা হয়।