অনুমোদিত ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণসংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫’-কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) নওগাঁর সার পরিবেশকেরা (ডিলার)। তাঁদের মতে, নতুন নীতিমালা বাস্তবায়ন হলে দেশের কৃষি খাতে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত হবে। তবে নতুন নীতিমালায় সার ডিলারদের বিক্রিয় কমিশন বৃদ্ধি, ভর্তুকীর সারে উৎস কর পরিহার এবং নতুন নীতিমালা অনুযায়ী সার ডিলার নিয়োগে বিএডিসির পুরনো সার ডিলারদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানান তারা। বুধবার দুপুরে নওগাঁ শহরের একটি রেস্টুরেন্ট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বিএডিসির সার ডিলার সমিতি নওগাঁ জেলার ইউনিটের একাংশের নেতারা এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএডিসি সার ডিলার সমিতি নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি আশরাফুল ইসলাম। তিনি বলেন, কৃষি খাতে সুশাসন ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকারের অনুমোদিত সার ডিলার নিয়োগ ও সার বিতরণসংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫-কে বিএডিসি সার ডিলাররা স্বাগত জানায়। এই নীতিমালা বাস্তবায়ন হলে মাঠপর্যায়ে ডিলারদের কার্যক্রম আরও সংগঠিত হবে। দেশের কৃষি খাতে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত হবে।