নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিক নিহতের ঘটনার জেরে দুই দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে চালু হয়েছে উত্তরা ইপিজেডের বিভিন্ন কারখানা। সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ দেয়ায় আবারও উৎপাদন কার্যক্রমে ব্যস্ত হয়ে উঠেছে কারখানাগুলো।

গত মঙ্গলবার সকালে শ্রমিকদের সাথে আইনশৃংঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনায় হাবিব নামে এক শ্রমিক নিহতের ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইপিজেডের সকল কারখানা বন্ধ করে দেয়া হয়।

পরিস্থিতি স্বাভাবিক করে কারখানাগুলো খুলে দেয়ার জন্য বেপজা, জেলা প্রশাসন, শ্রমিক প্রতিনিধি, কারখানা মালিক, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে বুধবার বিকালে একটি সভা শুরু হয় ইপিজেডের ভেতরে। সভায় শ্রমিকদের ২৩ দফা দাবি মেনে নিয়ে কারখানাগুলো বৃহস্পতিবার থেকে খুলে দেয়ার সিদ্ধান্ত হয়।