পাবনা সংবাদদাতা : পাবনার বিশিষ্ট সমাজসেবক, প্রবীণ রাজনীতিবিদ, পাবনা জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ও পাবনার ঐতিহ্যবাহী বহুমুখী সেবামূলক প্রতিষ্ঠান দারুল আমান ট্রাস্টের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসাইনের দাফন সম্পন্ন। গত সোমবার দারুল আমান ট্রাস্টের মসজিদে তাকওয়ায় জানাযা নামাজ শেষে পাবনা সদর আরিফপুর গোরস্থানে তাকে দাফন করা হয়। জানাযার পূর্বে আগত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অর্থ সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন।

পাবনা জেলা জামাতের নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হোসাইনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দারুল আমান ট্রাস্টের চেয়ারম্যান পাবনা জেলা জামাতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল, দারুল আমান ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও সাবেক জেলা আমির মাওলানা আব্দুর রহিম, সেক্রেটারি নেসার আহমেদ নান্নু নাটোর জেলা জামাতের আমির ড. মীর নুরুল ইসলাম, বিএনপির জেলা সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ডক্টর ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন প্রমুখ। মরহুমের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মেজ ছেলে বিশিষ্ট ব্যাংকার আক্তার হোসেন লেবু, জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের জামাতা পাবনা জেলা জামাতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খান। জানাযায় পাবনা জেলা জামাতের কর্মপরিষদ সদস্য, উপজেলা নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মহরম আবুল হোসেন সন্ধ্যা গত রোববার সন্ধ্যা সাড়ে ৮টার দিকে বার্ধক্যজনিত কারণে ইন্তিকাল করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯৭ বছর। মৃত্যুর সময় তার চার কন্যা চার পুত্র সহ অসংখ্য অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।