গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় চারটি ভারতীয় মহিষ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে গোমস্তাপুর থানার অন্তর্গত রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। রোকনপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ আব্দুস সালাম মন্ডলের নেতৃত্বে একটি বিশেষ টহল দল কান্দরপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে সীমান্ত এলাকায় মালিকবিহীন অবস্থায় চারটি ভারতীয় মহিষ আটক করতে সক্ষম হয়।
আটককৃত মহিষগুলো পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া সম্পন্নের জন্য চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।
এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অতিরিক্ত পরিচালক ও ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তানিম হাসান খান, এসপিপি, পিএসসি বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় গরু পাচার, মাদক চোরাচালান, অবৈধ সীমান্ত পারাপারসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে। সীমান্তের নিরাপত্তা রক্ষা ও দেশের আইন-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।
উল্লেখ্য, সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও অভিযানের ফলে সাম্প্রতিক সময়ে চোরাচালান প্রতিরোধে বিজিবি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।