সিরাজগঞ্জ সংবাদদাতা : রায়গঞ্জের বিভিন্ন হাট বাজারে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অসংখ্য ঔষুধের দোকান ও ফার্মেসী। দোকান গুলোর অধিকাংশর নেই ফার্মাসিস্ট বা ড্রাগ লাইসেন্স। এসকল মার্ফেসীতে বিক্রি হয় নকল ও নিম্মমানের ঔষুধ। এতে করে মানুষের যেমন রয়েছে স্বাস্থ্য ঝুঁকি তেমনি সরকার হারাচ্ছেন রাজস্ব।
সরেজমিনে দেখা যায়, উপজেলার সলঙ্গা, নলকা, ঘুড়কা,নিমগাছী, ব্রহ্মগাছা, ধানগড়া, রায়গঞ্জ ও পাঙ্গাসী বাজার সহ গ্রামের ভিতর যত্রতত্র গড়ে উঠেছে লাইসেন্স বিহীন ঔষুধের দোকান। এসকল দোকানে ব্যবস্থাপত্র ছাড়াই অ্যন্টিবায়োটিক, ঘুমের ট্যাবলেট, অ্যালকোহল ও যৌন উত্তেজনামূলক নিম্নমানের ট্যাবলেট বা সিরাপ দেদারছে বিক্রি করা হচ্ছে ।কিছু কিছু দোকানে ঔষুধ বিক্রির পাশা পাশি নানা রোগের ব্যবস্থাপত্র এবং চিকিৎসা দেওয়া হয়। এমনকি কেউ কেউ ছোট খাটো অপারেশনও করে থাকেন। এসকল দোকানের অধিকাংশরি নেই কেমিস্ট, ফার্মাসিস্ট বা ড্রাগ লাইসেন্স। এর ফলে মানুষের যেমন রয়েছে স্বাস্থ্যের ঝুঁকি তেমন সরকার হারাচ্ছেন লাখ লাখ টাকার রাজস্ব।