গ্রাহকের বিলের অর্থ আত্মসাতের অভিযোগে বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) এক কর্মকর্তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। অর্থ আত্মসাৎ ও প্রতারণার ঘটনায় এটি একটি দৃষ্টান্তমূলক রায়।
সম্প্রতি চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন।
দ-িত কর্মকর্তার নাম তাজকেরাতুন নেছা, যিনি ইউসিবি’র চট্টগ্রাম নগরীর হালিশহর শাখায় জুনিয়র ক্যাশ অফিসার পদে কর্মরত ছিলেন। অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি মুহম্মদ কবির হোসাইন জানান, ২০১৮ সালের ২৮ মার্চ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে তাজকেরাতুন নেছা গ্রাহকদের কাছ থেকে গ্যাস ও ওয়াসার পানির বিল বাবদ ৬ লাখ ৬৩ হাজার ৯৫৩ টাকা সংগ্রহ করেন। কিন্তু সেই টাকা তিনি ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেন। অভিযোগ ওঠার পর তিনি ৩ লাখ ৫৭ হাজার ৭৫৯ টাকা ফেরত দিলেও বাকি ৩ লাখ ১২ হাজার ৬৬৪ টাকা আত্মসাৎ করেন।
এই গুরুতর অপরাধের দায়ে ২০২২ সালের ২৭ নভেম্বর দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এর তৎকালীন সহকারী পরিচালক মো. এমরান হোসেন তার বিরুদ্ধে মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে দুদক আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলা চলাকালীন সময়ে ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।
আদালত রায়ে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দুটি ভিন্ন ধারায় মোট পাঁচ বছরের কারাদ- দেন। একইসঙ্গে তাকে আত্মসাৎকৃত ৩ লাখ ১২ হাজার ৬৬৪ টাকা জরিমানা করা হয়। রায় ঘোষণার সময় আসামী পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন।