অপারেশন ডেভিলহান্ট ফেজ-২ এর বিশেষ অভিযানে গাইবান্ধা সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মাহফুজার রহমান রাশেদকে গত শনিবার রাতে পুলিশ গ্রেফতার করেছে। তিনি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত আব্দুল গণি সরকার তারার ছেলে ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি।

জানা গেছে, মো. মাহফুজার রহমান রাশেদ কামারপাড়া ইউনিয়নের পুরান লক্ষ্মীপুর এলাকায় একটি জানাযা নামাযে অংশ নেয়। জানাযা নামায শেষে তিনি জেলা শহরের বাসায় ফেরার সময় ওই ইউনিয়নের নুরপুরের আমেরতল এলাকায় পৌঁিছলে পুলিশ তাকে গ্রেফতার করে।

এব্যাপারে সাদুল্যাপুর থানার ওসি আব্দুল আলিম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, রাতেই তাকে গাইবান্ধা সদর থানায় পাঠানো হয়েছে।