টাংগাইল সংবাদদাতা : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ৫ আগস্ট, (মঙ্গলবার) ’জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির সকল পর্বে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন।
কর্মসূচির সূচনা হয় সকাল ১০টা ৩০ মিনিটে প্রশাসনিক ভবন প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য বিজয় র্যালির মাধ্যমে। র্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।
পরবর্তী কর্মসূচি হিসেবে দুপুর ১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ও আহতদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
দিনের তৃতীয় আয়োজন ছিল, বিকেল ৫টা ৩০ মিনিটে মুক্তমঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংগীত, কবিতা ও নাট্য পরিবেশনার মাধ্যমে গণআন্দোলনের চেতনা তুলে ধরার আয়োজন করে।
রাত ৮টা ৩০ মিনিটে দিনব্যাপী কর্মসূচির শেষ পর্ব হিসেবে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলে শিক্ষার্থীদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশনের আয়োজন করা হয়।
এসব কর্মসূচিতে মাভাবিপ্রবির সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।
বড়লেখা (মৌলভীবাজার) জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষ্যে দেশব্যাপী আয়োজিত ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে মৌলভীবাজারের বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জুলাই মাসে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও গণতান্ত্রিক চেতনা তুলে ধরার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) যৌথভাবে ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৫’ এর আয়োজন করে। এতে সারা দেশ থেকে শত শত শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। রোববার (৩ আগস্ট) জাতীয় মূল্যায়ন কমিটির অনুমোদনের মাধ্যমে প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এতে কলেজ পর্যায়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ প্রথমস্থান অর্জন করেছে।
এদিকে প্রতিযোগিতায় দেশের সেরা হওয়ার গৌরব অর্জন করায় বড়লেখা সরকারি কলেজকে মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
কলেজের এ সাফল্য নিয়ে প্রতিক্রিয়া জানতে বড়লেখা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তোফায়েল আহাম্মদের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।
তবে কলেজের সাবেক অধ্যক্ষ মো. নিয়াজ উদ্দীন বলেন, আমার সর্বশেষ কর্মস্থলের তিনজন শিক্ষার্থী জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ তথা বড়লেখাবাসীর মুখ উজ্জ্বল করেছে। তাদের জন্য আমরা গর্বিত।
নরসিংদী সংবাদদাতা : নরসিংদীতে নানা কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান দিবস। শহরের চিনিশপুরস্থ জেলার প্রথম শহিদ তাহমিদ ভুইয়ার কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। এর পরেই নরসিংদীর পুলিশ সুপার আব্দুল হান্নান ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরপর শ্রদ্ধা নিবেদন করে জুলাই শহিদ তাহমিদের বাবা রফিকুল ইসলাম।
এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা এবং জুলাই শহিদ পরিবারের সদস্য ও সম্মুখ সারির যোদ্ধাদের সম্মিলন, সাংস্কৃতিক অনুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শনী, দেয়ালিকা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
মনোহরগঞ্জ (কুমিল্লা) : “জুলাই আন্দোলন”-এর শহীদ মনির হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা, পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেছে মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৫ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভা শেষে বেলা সাড়ে ১১টায় শহিদ মনিরের কবরে ফুল এবং জিয়ারত শেষে জুলাই আন্দোলনে সকল শহিদদের মাগফিরাত এবং আহত সবার সুস্থতা কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভিন রুহির নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে, উপজেলা প্রকৌশলী শাহআলম, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু ইউসুফ। এছাড়াও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ছাত্র সমন্বয়করা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
শহীদ মনির হোসেন উপজেলার বাইশগাঁও ইউনিয়নের তালতলা গ্রামের মমতাজুর রহমানের ছেলে। তিনি ঢাকা পপুলার হাসপাতালে ২২ জুলাই শহীদ হন।
মান্দা (নওগাঁ) ‘জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে নওগাঁর মান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহিদ রাসেলের কবর জিয়ারত, দোয়া মাহফিল ও শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। এছাড়া আরও উপস্থিত ছিলেন মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকিরুল ইসলাম, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনসুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাকিল আহমেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শুরুতেই শহিদ রাসেলের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পরে তার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বান্দরবান
নানা কর্মসুচীর মধ্য দিয়ে বান্দরবানে উদযাপিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষ্যে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে ৫আগষ্ট মঙ্গলবার সকালে আয়োজন করা হয় এক আলোচনা সভা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। এসময় পুলিশ সুপার মো.শহীদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মমতা আফরিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এস এম হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ রায়হান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জয়া দত্ত,বাংলাদেশ জামায়েত ইসলামী বান্দরবান জেলার আমীর এস এম আবদুচ ছালাম আযাদ,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এম এম শাহ নেয়াজ,সমাজ সেবা বিভাগের উপ- পরিচালক মিলটন মুহুরী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আসিফ ইকবালসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা,সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।ং
জুড়ীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
জুড়ী : মৌলভীবাজার জেলার জুড়ীতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই দিবস উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন জুড়ী থানার ওসি মুরশেদুল আলম ভূঁইয়া, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোস্তাকিম হোসেন বাবুল, উপজেলা জামায়াতের আমির আব্দুল হাই হেলাল, ছাত্র সমন্বয়ক মোহাম্মদ আফজাল হোসাইন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া প্রমুখ।