দেশের উত্তরের অক্সফোর্ড খ্যাত ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের ১০৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দু’দিনব্যাপী আয়োজিত কর্মসূচির গতকাল ১০ নভেম্বর সোমবার উদ্বোধন করা হয়েছে। সকালে কারমাইকেল কলেজ প্রশাসনের আয়োজনে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ডক্টর মুহাম্মদ রেজাউল হক।
পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সরকারি বেগম রোকেয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর ইসমাইল হোসেন, সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর বোরহান উদ্দিন, কারমাইকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর দিলিপ কুমার, প্রতিষ্ঠাবার্ষিকী ও তারুণ্য মেলা আয়োজন কমিটি-২০২৫ এর আহ্বায়ক প্রফেসর ডক্টর সাইফুর রহমান সহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারমাইকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোস্তাফিজুর রহমান।
দু’দিনব্যাপী আয়োজনের প্রথম দিন পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়িয়ে ১০৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়। পরে শিক্ষক ও শিক্ষার্থী সম্মিলিত বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেক কাটা হয়। অনুষ্ঠানের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনাসভা,কলেজের ঐতিহ্য নিয়ে ৩০টি স্টল যা দুপুর হতে রাত ৮ পর্যন্ত চলবে, এছাড়া তারুণ্যের মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।