নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট)-এ উৎসবমুখর পরিবেশে টেক ফেয়ার-২০২৫ উদ্ভাবন ও প্রযুক্তির মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মূল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন বাউয়েটের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি বলেন, “প্রযুক্তি শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে নতুন উদ্ভাবন ও সৃজনশীল চিন্তাকে উৎসাহিত করা। এই মেলার মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব জীবনের সমস্যার সমাধানে নিজেদের উদ্ভাবনী দক্ষতা প্রদর্শন করেছে।”
দিনব্যাপী আয়োজিত এ প্রযুক্তি মেলায় বিশ্ববিদ্যালয়ের সিভিল, সিএসই, ইইই, আইসিই, এমই বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা প্রায় ২০টির অধিক স্টলে তাদের রোবট, আইওটি প্রজেক্ট, সফটওয়্যার, অ্যাপ, ড্রোন, নবায়নযোগ্য জ্বালানি ও স্মার্ট ডিভাইস প্রদর্শন করে।
মেলায় আগত দর্শনার্থী, শিক্ষক ও শিক্ষার্থীরা বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তার প্রশংসা করেন। মেলা শেষে প্রজেক্টে অংশগ্রহণ কারীদের মধ্যে প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মো. শওকত হুসেন পিএসসি (অব.), ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, সকল অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধানগন, শিক্ষক মণ্ডলী, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।