মুন্সীগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের উদ্যোগে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে দীর্ঘদিন জমে থাকা কচুরিপানা পরিষ্কার করে নৌকা চলাচলের ব্যবস্থা করে দেন। শনিবার সকল ১০টা থেকে দুপুর পর্যন্ত এই এই স্বেচ্ছাশ্রম কার্যক্রম চলে। জানাযায় মুন্সীগঞ্জ রজত রেখা নদীটি সৈয়দপুর এলাকা অংশে কয়েক মাস যাবৎ কচুরিপানা আটকে থাকার কারণে সব ধরনের নৌকা চলাচল বন্ধ ছিল। যা সৈয়দপুর অঞ্চলের হাজার হাজার বাসিন্দাদের জন্য মালামাল বহন করা দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। সৈয়দপুর গ্রামের বাসিন্দা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আধরা ইউনিয়ন আমির মাওলানা মুহাম্মদ ইব্রাহিম খলিল জানান দীর্ঘদিন যাবৎ নদীটি বন্ধ থাকায় অত্র এলাকার জনগণের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই আধারা ইউনিয়নের জামায়াতের জনশক্তিদের নিয়ে এই নদী পরিস্কার করি। অন্যান্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন আধারা ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মোহাম্মদ সোলাইমান হোসাইন, জামায়াত নেতা আব্দুস ছালাম সহ বেশ কিছু নেতা কর্মী এই স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণ করে।
গ্রাম-গঞ্জ-শহর
আধারা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রজত রেখা নদীর কচুরিপানা পরিষ্কার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের উদ্যোগে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে দীর্ঘদিন জমে থাকা