নেত্রকোনা গরদী মাদরাসার সুপার মোঃ আব্দুল খালেক খানকে লাঞ্ছিত ও হেফাজত ইসলামের নেতা আনিসুর রহমানকে মারধর ও বাড়িতে হামলার ঘটনায় নেত্রকোনা জামায়াতে ইসলামীর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের গরদী ইসলামীয়া দাখিল মাদরাসার কমিটি গঠনকে কেন্দ্র করে গত ৮ এপ্রিল সকাল ১১ টায় একই এলাকার কথিত নেতা রেনু মিয়া ও তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক উক্ত মাদরাসার সুপার মোঃ আব্দুল খালেক খানকে লাঞ্ছিত ও পরের দিন হেফাজত ইসলামের নেতা হাফেজ আনিসুর রহমানকে মারধর ও বাড়িতে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখা। শনিবার (১২ এপ্রিল) জামায়াতের নেত্রকোনা জেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ ও জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান এক যৌথ বিবৃতিতে বলেন, আমরা এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলেও আলেমদেরকে টার্গেট করে গুম, খুন ও লাঞ্ছিত করা হয়েছে। ২৪ এর জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও আলেম-ওলামা এখনো এ বিপ্লবের স্বাদ পায়নি। সর্বত্রই আলেম-ওলামাদের বিরুদ্ধে প্রপাগাণ্ডা ছড়ানো ও লাঞ্ছিত করার এক পুরনো নেশায় মেতে উঠেছে দুর্বৃত্তরা। আমরা স্পষ্ট করে বলতে চাই- নতুন করে কেউ ফ্যাসিস্ট হতে চাইলে এদেশের মুক্তিকামী জনতা তা রুখে দিবে ইনশাআল্লাহ। এই হামলায় যারা জড়িত তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে আমরা প্রশাসনের প্রতি জোর দাবী জানাচ্ছি। প্রেস ব্রিফিং