বাংলাদেশ কোস্ট গার্ডের একটি বিশেষ অভিযানে সুন্দরবনের আলোচিত ডাকাত চক্র ‘দুলাভাই বাহিনী’র একজন সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়—গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, খুলনার দাকোপ থানার কুমড়োকাঠি খালসংলগ্ন সুন্দরবন এলাকায় ওই বাহিনীর সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। তথ্য পাওয়ার পর সকাল ৬টায় কোস্ট গার্ড বেইস মোংলা একটি পরিকল্পিত বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা বনের গভীরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাড়া করে ১টি একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও ৭ রাউন্ড ফাঁকা কার্তুজসহ বাহিনীর একজন সদস্যকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম কামরুল সরদার (৫৫)। তিনি সাতক্ষীরা জেলার আশাশুনি এলাকার বাসিন্দা বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তিনি দীর্ঘদিন ধরে দুলাভাই বাহিনীর হয়ে সুন্দরবনে অপতৎপরতা চালিয়ে আসছিলেন। জব্দকৃত অস্ত্র-গোলাবারুদ এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া গ্রহণের কার্যক্রম চলছে।
কোস্ট গার্ড জানায়—সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে অপরাধ দমন ও নিরাপত্তা জোরদারে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।