রংপুর অফিস, তারাগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম কেন্দ্রীয় নায়েবে আমীর এবং রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ নির্বাচনী এলাকার জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এটিএম আজহারুল ইসলাম বলেছেন- সমাজ গঠনের মূল চালিকা শক্তি হচ্ছে নারী। তাই নারী সমাজকে অবহেলা বা উপেক্ষা করে সুখি সমাজ গড়া সম্ভব নয়।
তিনি গতকাল রোববার বিকেলে রংপুরের তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী আলমপুর ইউনিয়ন শাখার উদ্যোগে স্থানীয় পাইক পাড়ায় আয়োজিত মহিলা জামায়াতের এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
উপজেলার আলমপুর ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ আক্কাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে বদরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর শাহ্ মুহাম্মদ রুস্তম, তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এস এম আলমগীর হোসেন, উপজেলা সেক্রেটারি মাওলানা ইয়াকুব আলী, প্রভাষক আমিনুল ইসলাম, জিকরুল ইসলাম জাহেরী, কাজী ছামছুল ইসলাম এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
এটিএম আজহারুল ইসলাম বলেন- সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন কর্মকান্ডে সক্রিয় অংশগ্রহনের মাধ্যমেই নারীরা উচ্চ শিক্ষা গ্রহণ ও অধিকার নিশ্চিত করে আত্মনির্ভরশীল হতে পারে। এর মাধ্যমে সমাজ ও রাষ্ট্র কল্যাণের পথে এগিয়ে যাবে।
সমাবেশে এটিএম আজহারুল ইসলাম বলেন, আমাদের উন্নত জাতি গঠনে নারী শিক্ষার সম্প্রসারণে কাজ করতে হবে। তিনি বলেন, আমাদের দেশপ্রেম এবং উন্নত চরীত্র দিয়ে দেশ গঠনের কাজে এগিয়ে আসতে হবে। নারীরা সফল ভূমিকা পালন করে সমাজে সৎ মানুষ গড়ে তুলতে পারে। তারাই কেবল পারে এ কাজটি সুন্দর ভাবে সম্পন্ন করতে। আগামীতে জনগন জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব প্রদান করলে এবং আমি নির্বাচিত হলে এলাকার নারী উন্নয়নে বদরগঞ্জ-তারাগঞ্জ এলাকার বেকার নারী ও যুবকদের কর্মসংস্থানের জন্য কারিগরী শিক্ষার ব্যাবস্থাসহ এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে কল্যাণে দুর্নীতি মুক্তভাবে কাজ করবো ইনশায়াল্লাহ। আমরা সমাজ ও রাষ্ট্রে আল্লাহর নির্দেশিত পথে সততার সাথে জনগণের আমানত সঠিক ভাবে সংরক্ষণ ও ব্যবহার করবো।