চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ জামে মসজিদের মাঠে সকাল আটটায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সাথে কথা বলেছেন চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর আমীর শাহজাহান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম-১০ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী বিশিষ্ট সমাজসেবক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ফখরে জাহান সিরাজী, পাঁচলাইশ থানা জামায়াত আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুর হাসান রুমী, খুলশী থানা আমীর অধ্যাপক মুহাম্মদ আলমগীর ভুঁইয়া প্রমুখ।
শহীদ ইশমামের কবর জিয়ারত : জুলাই বিপ্লব আন্দোলনে ঢাকায় পুলিশের গুলীতে শহীদ ইশমামের কবর জিয়ারত ও পরিবারের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর আমীর শাহজাহান চৌধুরী।
জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন নগর আমীর শাহজাহান চৌধুরী। তিনি সোমবার ঈদুল ফিতরের নামায শেষে করে লোহাগাড়া উপজেলা শহীদ ইশমামের বাড়িতে যান। শহীদ ইশমামের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি শহীদ ইশমামের মা-ভাই ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরিবারের সার্বিক খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের নিয়ে মহান আল্লাহর দরবারে শহীদ ইশমামের রূহের মাগফিরাত কামনায় দোয়া করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগ্রামী আমীর আনোয়ারুল আলম চৌধুরী, লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন শাখার আমীর অধ্যাপক মোহাম্মদ হাছান, সেক্রেটারি আনোয়ার হোছেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।