গাজীপুর মহানগর সংবাদদাতা: গাজীপুর মহানগরের ৩৯ নং ওয়ার্ডের আক্কাস মার্কেট সংলগ্ন রেলগেট এলাকার "মেসার্স সোহেল এন্ড ব্রাদার্স " নামের পাইকারি ও খুচরা সুপার শপ গতকাল ১৬ মার্চ রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে সব হারিয়ে মালিক মোঃ সোহেল ও মোঃ সুমন একেবারে শেষ হয়ে গেছে। তারা জানান, আগুনে দোকান এবং দোকানের মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায়, এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে হঠাৎ দোকানে আগুন লাগে। মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাতের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে থাকতে পারে।

হোসেন আলী

ঘটনার পর পরই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে দাঁড়ান গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর, জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর ০২ আসনের সাংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ হোসেন আলী। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে দোকান মালিকের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান। হোসেন আলী বলেন, এই দুর্ভাগ্যজনক ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে থাকার জন্য যা যা করা দরকার, আমরা তা করব। প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আশা করছি প্রশাসন দ্রুত ক্ষতিগ্রস্তদের সহায়তার উদ্যোগ নিবেন।

এদিকে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোঃ সোহেল ও মোঃ সুমন প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। স্থানীয় বাসিন্দারাও দ্রুত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন। #