ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে শুরু হয়েছে দুইদিনব্যাপী প্রথম আন্তর্জাতিক কনফারেন্স ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (ICSHSD-2025)।
বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহিদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে বিজ্ঞান অনুষদের আয়োজনে এ কনফারেন্সের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ।
কনফারেন্সের প্রধান পৃষ্ঠপোষক ও ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-ভিসি অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। এতে কী-নোট স্পীচ দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. সালেহ হাসান নকীব, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনার প্রফেসর তৌফিকুর খান এবং ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. বিভা শর্মা।
উদ্বোধনী বক্তৃতায় ইউজিসি চেয়ারম্যান বলেন, টেকসই উন্নয়নের জন্য প্রকৌশল ও প্রযুক্তিকে মানবিক মূল্যবোধের সঙ্গে যুক্ত করতে হবে। এই কনফারেন্স সেই লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, আমরা এমন গ্লোবাল সিটিজেন তৈরি করতে চাই যারা প্রযুক্তিগত উৎকর্ষতার পাশাপাশি নৈতিক দায়িত্বশীলতা ও সামাজিক সংবেদনশীলতায় গড়ে উঠবে।
দুইদিনব্যাপী এই কনফারেন্সে ৫৩৪টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হচ্ছে, যেখানে দেশি-বিদেশি প্রায় ৫০০ গবেষক ও প্রযুক্তিবিদ অংশ নিচ্ছেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, বিজ্ঞান ও মানবিক জ্ঞানের সমন্বয়ের মাধ্যমে টেকসই উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে এই আয়োজন।