নুরুল আমিন মিন্টু, চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে পাঁচদিনের ব্যবধানে সাতটি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। ৩ থেকে ৭ মে’র মধ্যে এসব অস্ত্র উদ্ধার হয়। এসব অস্ত্রের মধ্যে কোনোটি ইউএসএ’র তৈরি, কোনোটি পাকিস্তানের তৈরি, কোনোটি ব্রাজিলের তৈরি আবার কোনোটি ইংল্যান্ডের তৈরি। এরমধ্যে কোনোটি উদ্ধার হয়েছে হত্যা মামলার আসামি গ্রেফতারের সময়, কোনোটি উদ্ধার হয়েছে ক্রয়-বিক্রয়ের সময় আবার কোনো উদ্ধার হয়েছে পরিত্যক্ত অবস্থায়।

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বিদেশি অস্ত্র ঢুকে বাংলাদেশে। সীমান্ত এলাকাগুলোতে বিদেশি অবৈধ অস্ত্র চালানের বড় সিন্ডিকেট সক্রিয় রয়েছে। ওইসব সিন্ডিকেটই বাংলাদেশে বিদেশি অস্ত্র নিয়ে আসে। অস্ত্র ঢুকছে সাগর পথে মিয়ানমার থেকে। চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় এসব অস্ত্র ছড়িয়ে দেওয়া হয়। এছাড়া কক্সবাজারে রয়েছে অস্ত্র চোরাালানের বড় একটি সিন্ডিকেট। এ সিন্ডিকেটের মাধ্যমে বিদেশি অস্ত্র রোহিঙ্গা ক্যাম্প থেকে শুরু করে ছড়িয়ে যাচ্ছে চট্টগ্রামসহ সারাদেশে। যার ফলে অপরাধীদের হাতে হাতে এখন বিদেশি অস্ত্র।

ভারতের মুঙ্গেরে তৈরি অস্ত্রের একটা ভাল বাজার রয়েছে বাংলাদেশেও। বিগত ১৬ বছরে পতিত আওয়ামী সরকারের সময়ে ভারত থেকে অগনিত অবৈধ অস্ত্র বাংলাদেশে ঢুকেছে। জুলাই বিপ্লবের সময় আওয়ামী সন্ত্রাসীরা এসব অস্ত্র নিয়ে নিরহ ছাত্র-জনতার ওপর ঝাপিয়ে পড়ে ছিল। এসব বিদেশি অস্ত্রের সয়লাব চট্টগ্রামসহ সারাদেশ। মাঝে-মধ্যে দুয়েকটি উদ্ধার হলেও এখনও বেশিরভাগ অবৈধ অস্ত্র রয়ে গেছে আওয়ামী সন্ত্রাসীদের হাতে। তাদের কাছ থেকে হাত বদল হয়ে যাচ্ছে দেশের বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের হাতে।

সংশ্লিস্ট প্রশাসনকে ফাঁকি দিয়ে বিদেশি এসব অস্ত্র চট্টগ্রামে ঢুকলেও- কোন পথে কিভাবে নগরীতে ঢুকছে জানে না প্রশাসন। সিএমপির অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মাহমুদা বেগম বলেন, কেমনে বলবো বিদেশি এসব অস্ত্র কিভাবে চট্টগ্রামে আসছে। তবে সাতটি অস্ত্রের মধ্যে তিনটি ৫ আগষ্ট নগরীর কোতোয়ালী থানা থেকে লুণ্ঠিত অস্ত্র বলে দাবি করেছেন তিনি।

ফলে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সচেতন মহল। তারা বলছেন, সন্ত্রাসীদের কাছে বিদেশি অস্ত্র এখন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। যা ভয়াবহ বিপদ ডেকে আনছে অবৈধ অস্ত্রধারীরা। ইতোমধ্যে বিদেশি অস্ত্রের গুলিতে চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় খুন হয়েছেন দুইজন। অবৈধ অস্ত্রধারীদের থেকে পরিত্রাণের জন্য অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযানের দাবি তাদের।

বিদেশি পিস্তলসহ তিন সন্ত্রাসী গ্রেফতার : ৭ মে চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকায় র‌্যাব-৭-এর একটি বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিনসহ তিন জন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, মো. সরোয়ার উদ্দিন (৩৫), মো. মারুফ হোসেন ওরফে মানিক (৩৩) এবং মো. জামাল উদ্দিন (৩৯)। তারা সকলেই বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকা ও ওয়াহিজর পাড়ার বাসিন্দা।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় একটি কক্ষ থেকে তিন জনকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশির সময় তাদের হেফাজতে থাকা একটি কালো পলিথিনে মোড়ানো বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানিয়েছে, তারা পরস্পর যোগসাজশে আগ্নেয়াস্ত্রটি বিক্রির জন্য নিজেদের হেফাজতে রেখেছে। তাদের কাছে এ আগ্নেয়াস্ত্রের বৈধ কোনও কাগজপত্র পাওয়া যায়নি। গ্রেফতারদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ময়লার স্তূপে মিললো থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলী : চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া তিনটি আগ্নেয়াস্ত্র ও ৩০ রাউন্ড গুলী উদ্ধার করা হয়েছে। ৫ মে রাতে নগরীর বাকলিয়া থানার মেরিন ড্রাইভ রোডের পাশের একটি ময়লার স্তূপ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলী উদ্ধার করা হয়।

মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগের টিম-১-এর অভিযানে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ব্রাজিলের তৈরি দুটি সচল ‘তরাস’ ৯ এমএম পিস্তল, ইংল্যান্ডের তৈরি একটি ‘ওয়েবলি’ রিভলভার এবং ৩০ রাউন্ড পিস্তলের গুলি।

মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেন, ' গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৯টা ১৫ মিনিটে বাকলিয়া থানার মেরিন ড্রাইভ রোডের পাশের একটি ময়লার স্তূপে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র ও ৩০ রাউন্ড গুলী উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘উদ্ধার অস্ত্রের মধ্যে দুটি পিস্তল ও গুলী গত বছরের ৫ আগস্ট কোতোয়ালি থানার অস্ত্রাগার থেকে লুট হয়েছিল। আর উদ্ধার হওয়া রিভলভারটি সিএমপির কোনো এক থানার মালখানা থেকে লুট হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

ইপিজেডে ঝাউবাগান থেকে বিদেশি পিস্তল উদ্ধার : চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ০.১৭৭ কেলিভার এয়ার পিস্তল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (বন্দর-পশ্চিম) পুলিশ। ৭ মে সন্ধ্যা সোয়া ৭টায় আকমল আলী ঘাট সুইচগেটের দক্ষিণ পাশে ঝাউ বাগানে বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যাক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা (বন্দর-পশ্চিম) বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শ্রীমা চাকমা। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যাক্ত অবস্থায় একটি ০.১৭৭ কেলিভার এয়ার পিস্তল উদ্ধার করা হয়। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পরিত্যক্ত রিভলবারসহ ৫ রাউন্ড গুলী উদ্ধার : ৭ মে নগরীর বন্দর থানাধীন পোর্ট কলোনীর ৭নং রোডের প্রথম ক্রসিং এলাকায় ময়লার স্তুুপে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি অস্ত্র ও ৫ রাউন্ড গুলী উদ্ধার করে পুলিশ। বন্দর থানার অফিসার ইনচার্জ কাজী মুহাম্মাদ সুলতান আহসান উদ্দীন বলেন, একটি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলী উদ্ধার করা হয়েছে। রিভলবারটি পুরাতন জং-ধরা, আংশিক পোড়া, অচল। এর বাটসহ লম্বা সাড়ে আট ইঞ্চি, মাজলের সামনের অংশ ও ফায়ারিং পিন ভাঙ্গা। বডিতে ইংরেজীতে ডি ১১৭৮ এবং মেড ইন পাকিস্তান লেখা আছে। গুলীগুলো জং-ধরা, নষ্ট, অচল,আংশিক পোড়া। বর্তমানে জব্দকৃত আলামত বন্দর থানার মালখানায় সংরক্ষিত আছে বলে তিনি জানান।

ইউএস’র তৈরি অস্ত্রসহ ডাবল মার্ডার মামলার প্রধান আসামী গ্রেফতার : চট্টগ্রামের বাকলিয়ায় ডাবল মার্ডার মামলার প্রধান আসামী মো. মেহেদী হাসানকে বিদেশি পিস্তলসহ গ্রেফতার করেছে পুলিশ। ২ মে দিনগত রাতে নোয়াখালী জেলার হাতিয়া থানার নলেরচর ভূমিহীন বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মেহেদী হাসান নগরীর বায়েজিদ থানার পশ্চিম শহীদ নগর সুবাহান কন্ট্রাক্টর বাড়ির মো. আলমের ছেলে।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) জানিয়েছে, ৩ মে ভোরে হাসানের স্বীকারোক্তি মোতাবেক নগরীর বায়েজিদ বোস্তামী থানার পশ্চিম শহীদ নগরের বাসা থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলী উদ্ধার করা হয়। পিস্তলটি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ বোরের এবং পিস্তলের গায়ে মেইন ইন ইউএসএ লেখা। অস্ত্র আইনে নতুন একটি মামলা হয়েছে।