নারায়নগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এভেষ্টা অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজে নিরাপত্তা কর্মীদেরকে হাত-পা বেধে জিম্মি করে ৩ কোটি টাকার মালামাল লুটের ঘটনায় আরও ১ জন ডাকাতকে সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। সোমবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার মাদানীনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নারায়ণগঞ্জ সদর কোম্পানী র‌্যাব-১১’র সিনিয়র সহকারী পরিচালক মোঃ গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। মঙ্গলবার দুপুরে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত ২৬ মার্চ সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাহেব পাড়া এলাকার এভেস্টা এ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেডে এ ৫০-৬০ জন দুস্কৃতিকারী ভিতরে ঢুকে কর্তব্যরত নিরাপত্তা কর্মীদের মারধর করে একটি কক্ষে আটক রেখে তিন কোটি চৌত্রিশ লাখ একত্রিশ হাজার নয়শত পঞ্চাশ টাকার মালামাল লুটে নেয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানের ম্যানেজার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে।