পাবনা সংবাদদাতা : বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেছেন,আমরা চাঁদাবাজ, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। তিনি গতকাল শুক্রবার বিকেলে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ধোপদহ ইউনিয়ন শাখার উদ্যোগে গোপালপুর হাইস্কুল মাঠে ইউনিয়ন আমীর আব্দুল মান্নান মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলার সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল গাফ্ফার খান, পাবনা জেলারসহকারী সেক্রেটারি অধ্যাপক এ এস এম আব্দুল্লাহ, পাবনা পৌর আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, সাঁথিয়া উপজেলা আমীর মাওলানা মোখলেছুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা সেক্রেটারি অধ্যাপক আনিছুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুর রউফ, ইসলামী ছাত্রশিবিরের সাঁথিয়া উপজেলা সভাপতি মহেদী হাসান প্রমুখ।
প্রধান অতিথি ব্যারিস্টার মোমেন বলেন, সাঁথিয়া উপজেলা একটি শান্তি প্রিয় এলাকা, কোন চাঁদাবাজ, সন্ত্রাসীদের ঠাই এখানে হবে না। আমার শহীদ পিতার স্বপ্ন বাস্তবায়নে দূনীর্তিমুক্ত সমৃদ্ধ সাঁথিয়া গড়ে তুলতে দল মত নির্বিশেষে সকলেরসহযেগীতা চাই।
ব্যারিস্টার মোমেন বলেন, সাঁথিয়ায় কৃষক ভাইদের উৎপাদিত ফসলের বিপণণের জন্য সরকারি উদোগ্যে ব্যবস্থা গ্রহন করতে হবে। বিনাসূদে কৃষি ঋণের ব্যবস্থা করতে হবে।
ব্যারিস্টার নাজিবুর রহমান বলেন সুন্দর পরিবেশ রক্ষার্থে সাঁথিয়ার ইছামতি নদীকে দখল ও দূষণমুক্ত করা হবে।
বিশেষ অতিথি অধ্যাপক আব্দুল গাফফার খান বলেন বলেন, আগামী নির্বাচনে ন্যায় ও ইনসাফ ভিত্তিক মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনকে ন্যায়ের প্রতিক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।