নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বেসরকারি শিক্ষক- কর্মচারী ফোরামের সোনারগা শাখার ১৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

৬ ডিসেম্বর (শনিবার) সোনারগাঁয়ের মেঘনা শিল্প নগরী স্কুল ও কলেজ প্রাঙ্গণে অধ্যক্ষ এইচ এম মনিরুজ্জামান সরকারের সভাপতিত্বে প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম সোনারগাঁও শাখার এর উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়। অভিষেক ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম ও এমপি ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশীর জোট এর আহ্বায়ক অধ্যক্ষ মোহাম্মদ মাইনুদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের মহাসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম। বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের সোনারগা শাখার ১৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।