মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান সড়কে বিদ্যুতের খুটির সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র অমিত দত্ত (১৬) এর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে এ ঘটনাটি ঘটে। অমিত দত্ত শহরের পুরাতন হাসপাতাল সড়কের অসিত দত্তের ছেলে। তার গ্রামের বাড়ি সদর উপজেলার অলুয়া গ্রামে। জানা গেছে দুই মাস পরে সে ও তার বাবা-মা সুপরিবারে আমেরিকায় যাওয়ার কথা ছিল। সে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের এস এস সি পরিক্ষার্থী তার রোল নাম্বার (১)। মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মোঃ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।