গাজীপুরে রবিবার (২৩ নভেম্বর) দু’টি পৃথক অগ্নিকাণ্ড ঘটেছে । অগ্নিকান্ডের ঘটনায় দ্রুত ফায়ার সার্ভিসের পদক্ষেপে বড় ধরনের ক্ষতি প্রতিরোধ করা সম্ভব হয়েছে।

প্রথম ঘটনা রোববার সকাল সোয়া ১১ টার দিকে টঙ্গী কাঁঠাল দিয়া এলাকায় একজন ব্যবসায়ীর সাতটি সেমি পাকা ঘরে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন থেকে সিনিয়র স্টেশন অফিসার জনাব মোঃ শাহিন আলমের নেতৃত্বে দুটি ইউনিট ১১:২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে অগ্নি নিয়ন্ত্রণে আনে। ১১:৫০ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নির্বাপিত হয়। এ ঘটনায় প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হলেও দ্রুত পদক্ষেপে নগদ ১৪ লক্ষ টাকার মালামাল উদ্ধার এবং পাশে থাকা ২৩টি রুম রক্ষা করা সম্ভব হয়, যার আনুমানিক মূল্য এক কোটি টাকা।

দ্বিতীয় ঘটনা ঘটেছে পুবাইল মেট্রো থানার কুদাব পশ্চিম পাড়া মাজুখান এলাকায় আব্দুর রহমানের মালিকাধীন একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় পূবাইল থানার ওসি মোল্লা মো. খালিদ হোসেন স্থানীয়দের নিয়ে আগুন নির্বাপনে সহযোগিতা করেন।

এ ঘটনায় প্রাথমিকভাবে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি এবং ৫০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়। অগ্নিকাণ্ডের সঠিক কারণ তদন্তাধীন।

উভয় ঘটনার সময় আহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। স্থানীয়রা ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপ ও নেতৃত্বের প্রশংসা করেছেন। সিনিয়র স্টেশন অফিসার মোঃ শাহিন আলমের নেতৃত্বে কার্যকর তৎপরতার মাধ্যমে অগ্নি নিয়ন্ত্রণে দক্ষতা ও সতর্কতা প্রদর্শন করা হয়েছে।