ফটিকছড়ি সংবাদদাতা : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে সড়কের ধারে শতবর্ষী একটি গাছ কেটে ফেলার পরও কোন ব্যবস্থা নেয়নি সড়ক ও জনপদ (সওজ) বিভাগ। উপজেলার কাজিরহাট বাজারের উত্তর পাশে এ বিশাল গাছটি কাটা হয়।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ ও উষ্মা প্রকাশ করেছেন পরিবেশবিদরা। জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবিও জানিয়েছেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শতবর্ষী এ গাছটি দীর্ঘদিন ধরে পরিবেশ রক্ষা ও সৌন্দর্য বৃদ্ধিতে সহায়তা করেছে। গত ফেব্রুয়ারিতে ভূজপুরের কাজিরহাট বাজারে অগ্নিকা-ের কবলে পড়ে গাছটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। সে সুযোগটি কাজে লাগিয়ে স্থানীয় দোকানীরা গত শুক্রবার-শনিবার গাছটি বিনা অনুমতিতে কাটা শুরু করে। যদিও সওজদের এ বিষয়ে দায় রয়েছে। কারণ গাছটি সরকারের, সওজ কর্তৃপক্ষের।

ফটিকছড়ি পরিবেশ সাংবাদিক সমিতির সভাপতি এম এস আকাশ বলেন, ‘গাছ আমাদের জীবন বাঁচায়। কিন্তু শতবর্ষী এই গাছ কাটার মাধ্যমে পরিবেশ ধ্বংসের মত এরকম বিধ্বংসী কাজ কোনভাবেই মেনে নেওয়া যায়না। যে বা যারা এই কাজে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তিনি বলেন, এ দায় কোনভাবেই সওজ এড়াতে পারেন না। কী রহস্যজনক কারণে অপরাধীদের আড়াল করছেন সওজ। এখনো কেন মামলা হয়নি তা সবাই জানতে চায়।’ জানা যায়, গাছ কাটার খবর পেয়ে উপজেলা প্রশাসন ও সওজ কর্তৃপক্ষ গত রোববার সরেজমিনে গিয়ে গাছটি জব্দ করে এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানকে গাছটি দেখভাল করার দায়িত্ব দেয়।