চট্টগ্রামের কর্ণফুলীতে ল্যাবরেটরি উদ্বোধন ও ডেঙ্গু পরিস্থিতি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ স্বাস্থ্য সেবা উন্নতিকরণ ও জনসচেতনাতা বৃদ্ধির লক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়েছে। ডা. মো. শাহাদাত হোসাইনের সঞ্চালনায় সরকারিভাবে ল্যাবরেটরি এর উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোছাম্মৎ জেবুন্নেসা।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা অ্যাসিস্ট্যান্ট কমিশনার (ল্যান্ড) রয়া ত্রিপুরা।

উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা মোছাম্মৎ জেবুন্নেসা বলেন, প্রাথমিকভাবে নির্ধারিত সরকারি ফি গ্রহণ করে ইসিজি, ডেঙ্গু, ম্যালেরিয়া এবং রক্তের গ্লুকোজ পরীক্ষা করা হবে। ক্রমান্বয়ে অন্যান্য পরীক্ষার সমূহ।

প্রধান অতিথি অ্যাসিস্ট্যান্ট কমিশনার (ল্যান্ড) রয়া ত্রিপুরা বলেন, বর্তমানে চট্টগ্রামের হাসপাতালগুলো ব্যস্ত সময় পার করছে। এসময় ল্যাবরেটরি স্থাপনে জনগণ বেশ উপকৃত হবে। এছাড়াও তিনি আরো বলেন, সারা বছর ডেঙ্গুতে আক্রান্ত হলেও বর্ষাকালে এ রোগের প্রবনতা বেশি থাকে। তাই জনগণের সচেতনতা বৃদ্ধি ও দ্রুত সেবা প্রধানে তাদের এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।