চট্টগ্রামের হাটহাজারীতে প্রকাশ্যে সন্ত্রাসীদের গুলীতে নিহত হয়েছেন বিএনপি কর্মী মোহাম্মদ আবদুল হাকিম। ঘটনাস্থলে নিহতের গাড়িতে মোট ২২টি গুলীর চিহ্ন দেখা গেছে। গাড়িটির সামনের দুটি চাকা ছিন্নভিন্ন হয়ে গেছে। গাড়ির সামনের কাচ ও মূল বডিতে চারটি, বাম পাশের জানালায় ১২টি এবং চালকের পাশের জানালায় ৬টি গুলী করা হয়।

মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের সামনের সড়কে গতকাল বুধবার দুপুরে গাড়িটি প্রদর্শন করা হয়। পুলিশের এক কর্মকর্তা, নাম প্রকাশ না করার শর্তে, জানিয়েছেন যে গাড়ি থেকে প্রায় ৮ লাখ টাকা নগদ উদ্ধার করা হয়েছে। তবে হত্যার সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। পুলিশ ধারণা করছে, এটি রাজনৈতিক কোন্দল বা ব্যবসায়িক দ্বন্দ্বের ফলাফল হতে পারে।

ঘটনার প্রায় ২০০ মিটার দূরত্বে মদুনাঘাট বাজারে স্থানীয়রা গুলীবিদ্ধ গাড়িটি ঘিরে দাঁড়িয়ে দেখছেন। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় চারজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। রাউজানের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

স্থানীয়রা জানান, হত্যার পর বাজারে মানুষের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। স্টিলের আলমারির দোকান মালিক দিদারুল আলম বলেন, তিনি পাশের রেস্টুরেন্টে নাশতা করছিলেন, হঠাৎ তিনজন হেলমেটধারী যুবক একটি প্রাইভেট কার লক্ষ্য করে ১৫-২০ বার গুলি চালান। পরে হামলাকারীরা মোটরসাইকেলে পালিয়ে যান।