গৌরনদী (বরিশাল) সংবাদদাতা : বরিশালের গৌরনদী উপজেলার চর রমজানপুর গ্রামের পিঙ্গুলাকাঠি ডাকঘর এলাকায় এক নারী খুন হয়েছে । নিহতের নাম শবিতা মন্ডল (৬০)। তার স্বামী মৃত সুধাংশু মন্ডল।

স্থানীয় সূত্রে জানা যায়, এক পুত্র দীর্ঘদিন পর গ্রিস থেকে বাংলাদেশে ছুটিতে আসে শনিবার সকালে তার শ্বশুরবাড়িতে বেড়াতে যান এসময় প্রবাসীর মা রাতে একা ঘরে থাকেন এই সংবাদ পেয়ে দুর্বৃত্তরা ডাকাতির উদ্দেশে বাড়িতে প্রবেশ করে। ডাকাতির সময় মালামাল নেওয়ায় বাঁধা প্রদান করিলে শবিতা মন্ডলকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে এলাকাবাসী। সকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতর তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

ঘটনাস্থলে পুলিশ পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। তবে ঠিক কী কারণে এ হত্যাকা-? ডাকাতি নাকি অন্য কোনো কারণে তা নিশ্চিত হতে তদন্ত চলছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ বলছে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে কাজ করা হচ্ছে।

এ বিষয়ে গৌরনদী মডেল থানায় লিখিত কোন অভিযোগ করা হয় নি। ওসি মোঃ তরিকুল ইসলাম জানান, অভিযোগ পেলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব তদন্ত সাপেক্ষে।

সরিষাবাড়ী (জামালপুর)

জামালপুরের সরিষাবাড়ীতে স্বামী প্রবাসে থাকায় ভাসুরের যৌন হয়রানি ও মাতব্বরদের হুমকিতে মানসিকভাবে ভেঙে পড়েছেন এক গৃহবধূ।

উপজেলার সামর্থবাড়ী (সাবেক ভূরারবাড়ী) গ্রামে এ ঘটনা ঘটেছে। ঘটনার প্রতিকার প্রার্থনায় ভুক্তভোগী সুলতানা রাজিয়া প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করে উল্টো বিপদে পড়েছেন।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হাসান বলেন, গৃহবধূর অভিযোগের প্রেক্ষিতে উভয় পক্ষকে থানায় ডেকে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়েছে। পুনরায় তাকে হয়রানি করা হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নবাবগঞ্জ (ঢাকা)

নিকড়া পল্লীবিদ্যুৎ সংলগ্ন মুরগির ফার্মের কাছে ১৯/২০ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে দোহার থানা পুলিশ। তার গলায় এবং দেহে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহ দোহার থানা পুলিশের হেফাজতে রয়েছে।

ফুলবাড়ী, দিনাজপুর

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ রাণীনগর বিওপি এবং অচিন্তপুর বিওপি কর্তৃক পৃথক পৃথক ০২টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ভারতীয় ফেন্সিডিল, নেশাজাতীয় ইনজেকশন এবং বিদেশী মদ আটক করা হয়েছে।

গত শনিবার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ রাণীনগর বিওপি এবং অচিন্তপুর বিওপি কর্তৃক পৃথক পৃথক ০২টি অভিযান পরিচালনা করে মালিকবিহীন ০৫ বোতল ভারতীয় ফেন্সিডিল, ২০০ পিস নেশাজাতীয় ইনজেকশন এবং ১০ বোতল বিদেশী মদ আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৪৭,০০০/- টাকা।

এ বিষয়ে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধিনায়ক, লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবি বদ্ধ পরিকর। সীমান্তে বিজিবি নিরাপত্তা জোরদার করায় চোরাচালান নারী ও শিশু পাচার অনেক অংশে কমে গেছে।

হবিগঞ্জ

বাহুবলে সন্ত্রাসী বিরোধী আইনে পুলিশের দায়ের করা মামলায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) ভোর রাতে বাহুবল মডেল থানা পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীরা হলো, চকমন্ডল কাপন গ্রামের শুক্কুর আলীর ছেলে শওকত আলী (২৭) ও লিয়াকত আলী (৩৩), মন্ডলকাপন গ্রামের আব্দুল মতিনের ছেলে জুয়েল মিয়া (৩৮), নবীগঞ্জের পানিউমদার মন্নান মিয়ার ছেলে তোফায়েল আহমেদ তন্ময় (২১) ও পুটিজুরী বাজারে বসবাসরত হবিগঞ্জ কালনি নোয়াবাদ গ্রামের মেহের আলীর ছেলে নজরুল ইসলাম (২৪)।

পিরোজপুর

গত ১৬ নভেম্বর রবিবার বিকেল সাড়ে চারটার দিকে পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার চন্ডিপুরে এলাকায় সুপারি কেনাবেচা ও পরিবহন নিয়ে খবর সংগ্রহ করাকালে দৈনিক জনকণ্ঠ পিরোজপুর জেলা প্রতিনিধি নাসারুল্লাহ আল কাফী ও দৈনিক নাগরিক প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি আরিফ বিল্লাহর উপরে বিএনপির কতিপয় কর্মী সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে গুরুতর আহত করে। হামলাকারীরা সাংবাদিকদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, মাইক্রোফোন, ক্যামেরা স্ট্যান্ড, পেনড্রাইভ, প্রেসকার্ড ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা আহত সাংবাদিকদের উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা অবনতি হলে রাতে দু’জনকে পিরোজপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে একটি মোবাইল উদ্ধার হলেও আরো দুটি মোবাইলসহ অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা সম্ভব হয়নি।

কোটচাঁদপুর

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বালিয়াডাঙ্গার মকছেদ মোড় এলাকায় দীর্ঘদিন ধরে অনুমোদনবিহীনভাবে পরিচালিত ‘রিপন ব্রিকস’ ইটভাটা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। ভাটার ধারেকাছে দু’টি শিক্ষা প্রতিষ্ঠান—এস বি এল বালিকা বিদ্যালয় এবং রেবেকা খানম শিশু কানন—অবস্থান করায় প্রতিদিনই ধুলাবালু ও ধোঁয়ার সন্ত্রাসে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে শত শত শিক্ষার্থী।

সচেতন মহলের দাবি, অবৈধ এই ভাটা স্থানীয় পরিবেশ, কৃষিজমি, বনায়ন ও শিক্ষার্থীদের স্বাস্থ্যের ওপর ভয়াবহ প্রভাব ফেলছে। প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের জরুরি অভিযান ও আইনগত ব্যবস্থা ছাড়া পরিস্থিতির উন্নতি হবে না বলেও সতর্ক করেছেন তারা।

শ্রীপুর (গাজীপুর)

গাজীপুরের শ্রীপুরে জোরপূর্বক জমি রেজিস্ট্রি করিয়ে নেয়ার অভিযোগে দায়ের করা মামলায় দলিল লেখক শহিদুল ইসলাম ম-লের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গত (১১ নভেম্বর) তিনি আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পৌরসভার ভাংগাটি এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম ম-ল মামলার অন্যতম আসামী। অভিযোগ অনুযায়ী, গত ২৭ অক্টোবর শ্রীপুর সাব-রেজিস্ট্রি অফিসে ৭৫ বছর বয়সী সাহাজ উদ্দিনকে ভয়ভীতি ও চাপের মুখে জমির দলিলে স্বাক্ষর করানো হয়। এ ঘটনায় সাহাজ উদ্দিনের মেয়ে সুফিয়া খাতুন বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামী করে শ্রীপুর থানায় মামলা করেন।

দাউদকান্দি (কুমিল্লা)

শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সারাদেশের ন্যায় দাউদকান্দিতেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (২৭ নভেম্বর) দুপুরে রায় ঘোষণার আগে দাউদকান্দি উপজেলা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে দেশের ব্যস্ততম যোগাযোগমাধ্যম ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি অংশে কঠোর নজরদারি চালানো হচ্ছে।