নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা : পিরোজপুর-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদী দিনব্যাপী কাউখালী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে মত বিনিময় করেন। এর মধ্যে উল্লেখ যোগ্য শিক্ষা প্রতিষ্ঠান হলো- নাঈুলি নেছারিয়া কামিল মাদরাসা, নাঈুলি দ্বীনিয়া মাদরাসা, কাউখালী নেছারিয়া দাখিল মাদরাসা এবং কেউন্দিয়া বালিকা বিদ্যালয়ে তিনি গণসংযোগ করছেন। তিনি ছাত্র-ছাত্রীদের পড়াশুনার খোঁজখবর নেন এবং সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের সাথে কুশন বিনিময় করেন। তিনি ছাত্র-ছাত্রীদেরকে ভালো রেজাল্ট করার কিছু দিকনির্দেশনা প্রদান করেন এবং শিক্ষক-শিক্ষিকাদের আদেশ নিষেধ মেনে চলার পরামর্শ দেন। তিনি তার সালাম অভিভাবকদেরকে পৌঁছে দেওয়ার কথা বলেন এবং দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

তিনি সন্মানিত শিক্ষক মন্ডলিদের সাথে মতবিনিময় কালে তাদের উদ্দেশ্যে বলেন, শিক্ষক আদর্শ মানুষ গড়ার কারিগর। যখন যে দায়িত্ব তাদের উপর আসে তা সঠিকভাবে পালন করার আহ্বান জানান। এছাড়াও তিনি কাউখালী বন্দরের বিভিন্ন দোকানপাটে ব্যবসায়ীদের কাছে ছুটে যান এবং কুশল বিনিময় করেন।

গণসংযোগকালে শামীম সাঈদীর সাথে উপস্থিত ছিলেন - পিরোজপুর-২ আসনের প্রধান পরিচালক এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মো সিদ্দিকুল ইসলাম, উপজেলা আমীর জনাব মো নজরুল ইসলাম, পিরোজপুর যুব উন্নয়ন সোসাইটির সভাপতি আফজাল হোসাইন সোয়াইব, উপজেলা সেক্রেটারি অধ্যাপক হুমায়ুন কবির, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলার সিনিয়র সহ- সভাপতি গোলাম মোস্তফা মুসা, শিবিরের উপজেলা সভাপতি মাজহারুল ইসলাম ও জামায়াতের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন