মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বইছে। উত্তাল সাগরের কারণে চট্টগ্রামসহ দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রয়েছে। সম্প্রতি বন্দরনগরীতে থেমে থেমে বৃষ্টি নামছে। তাপমাত্রা কিছুটা কমলেও অতিরিক্ত আর্দ্রতায় বেড়েছে ভোগান্তি। শ্রাবণ শেষে ভাদ্র মাস এলেও দেখা মিলছে না প্রখর রোদ্দুরের।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচদিন দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে প্রথম দুইদিন তাপমাত্রা সামান্য বাড়বে, আর পরবর্তী তিনদিন দিন ও রাতের তাপমাত্রায় পরিবর্তন হবে না। এদিকে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে আজ চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।
চট্টগ্রাম আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ বিশ্বজিৎ চৌধুরী জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে সঞ্চালনশীল মেঘমালা তৈরি হওয়ায় দিনভর বিরতিহীনভাবে বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তাল সাগরের কারণে সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত কার্যকর থাকবে। এ অবস্থায় মাছ ধরার ট্রলার ও নৌকাকে উপকূলের কাছাকাছি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।