জামালপুর সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং জামালপুর-০১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ নাজমুল হক সাঈদী বলেছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘোষণা অনুযায়ী শ্রমিকরা হলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার বন্ধু বা ‘হাবিবুল্লাহ’। যুগে যুগে পৃথিবীর যত যুগান্তকারী ঘটনা ও ইতিহাসের গুরুত্বপূর্ণ পরিবর্তন সংঘটিত হয়েছে তার নিয়ামক শক্তি এমনকি ২০২৪ এ বাংলাদেশকে ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করতে জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রধান শক্তি শ্রমিক সমাজ। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী প্রতিজ্ঞাবদ্ধ। সম্প্রতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দেওয়ানগঞ্জ উপজেলা শাখা আয়োজিত এক শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
দেওয়ানগঞ্জ কামিল মাদরাসা মিলনায়তনে শ্রমিক নেতা এনামুল হকের সভাপতিত্বে এবং শ্রমিক নেতা আশরাফুল আলম রাজু’র সঞ্চালনায় অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জামালপুর জেলা সভাপতি অ্যাডভোকেট আছিমুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্যতম উপদেষ্টা অধ্যাপক জাকিউল ইসলাম, দেওয়ানগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও দেওয়ানগঞ্জ কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান তালুকদার। অন্যান্যের মধ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা হাজী ইসমাইল হোসাইন, জয়নুল আবেদীন কাদেরী, হাফেজ রাশেদুজ্জামান নূর প্রমুখ বক্তৃতা করেন।
প্রধান অতিথি নাজমুল হক সাঈদী আরো বলেন শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার ভাওতাবাজি বক্তৃতা দিয়ে সমাজতান্ত্রিক ও কমিউনিস্টরা গত শতাব্দীতে শ্রমিক সমাজকে বিভ্রান্ত করলেও তাদের কথা ও কাজের মিল না থাকায় শ্রমিক সমাজ কর্তৃক তারা প্রত্যাখ্যাত হয়েছে। একমাত্র ইসলাম এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শই শ্রমিকদের প্রকৃত অধিকার নিশ্চিত করতে পারে। এ জন্যে নতুন করে শ্রমিক ঐক্য সহ জাতীয় ঐক্য গড়ে তোলতে হবে।
শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত এ শ্রমিক সমাবেশে রেজিস্ট্রার্ড ট্রেড ইউনিয়ন দেওয়ানগঞ্জ উপজেলা রিকশা-ভ্যান শ্রমিক ট্রেড ইউনিয়নের সকল সদস্য সহ মুটে মজুর, অটোরিকশা চালক, সিএনজি ড্রাইভার, রেলশ্রমিক, কৃষি শ্রমিক, হোটেল শ্রমিক ও বিভিন্ন অফিস ও প্রতিষ্ঠানের অফিস সহায়ক সহ বিপুল সংখ্যক শ্রমিকরা উপস্থিত ছিলেন এবং তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর -০১ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়নে এমপি প্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ নাজমুল হক সাঈদীর নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়ে সংহতি প্রকাশ করেন।