চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, শহীদদের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা। সেই লক্ষ্যেই আমাদের এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, আখিরাতের প্রতি ভালোবাসা দুনিয়ার চেয়ে বেশি হতে হবে। মুমিনদের হৃদয়ে শাহাদাতের আকাঙ্ক্ষা থাকতে হবে। আমাদের একমাত্র আল্লাহর প্রতি আনুগত্য রাখতে হবে। কোনো ভয় বা লোভের কাছে মাথানত করা যাবে না। আল্লাহ যাকে চান, তাকেই শহীদের মর্যাদা দেন।

গতকাল বুধবার বিকালে নগর জামায়াতের কার্যালয় সংলগ্ন (বিআইএ) মসজিদে দোয়া মাহফিলে তিনি সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাহফুজুর রহমান মিনহাজ।

জামায়াত নেতা মুহাম্মদ নজরুল ইসলাম আরও বলেন, গত বছরের ১৬ জুলাই রংপুরের শহীদ আবু সাঈদ, চট্টগ্রামের শহীদ শান্ত ও ওয়াসিম আকরামসহ সারাদেশে ৬ জন শহীদ হন। তাদের শাহাদাতের বদৌলতে দেশের মানুষ আজ নতুন বাংলাদেশ পেয়েছে। এ দিনটিকে সরকার ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালন করছে, এজন্য আমরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি বলেন, বাংলাদেশকে আরও সুন্দর ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রে পরিণত করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানুষের অধিকার ফিরিয়ে আনতে হলে আল্লাহভীরু ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।

দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনূছ, নগর কর্মপরিষদ সদস্য আমির হোছাইন, আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী, কোতোয়ালি থানা জামায়াতের সাবেক আমির আ ক ম ফরিদুল আলম। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা জামায়াতের সেক্রেটারি মোস্তাক আহমদ।