মদন (নেত্রকোণা) সংবাদদাতাঃ নেত্রকোণার মদন উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার (২ জানুয়ারি) প্রেসক্লাবের মিলনায়তনে ত্রি-বার্ষিক সম্মেলনে সদস্যদের আলোচনার মাধ্যেমে এ কমিটি গঠন করা হয়।
দৈনিক ইত্তেফাক মদন উপজেলা সংবাদদাতা আল মাহবোব আলম (আল আমিন) কে সভাপতি ও দৈনিক নিউনেশন পত্রিকার উপজেলা প্রতিনিধি জাকির হোসেন তালুকদার উজ্জ্বলকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে।
এর আগে প্রথম অধিবেশনে পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করার জন্য নয়াদিগন্তের উপজেলা সংবাদদাতা আব্দুল লতিফ মোতাহার লিটনকে আহব্বায়ক, মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি নূরুল হক রনু ও আলোকিত প্রতিদিনের উপজেলা প্রতিনিধি মির্জা আল মাহমুদকে যুগ্ম আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। পরে ২০২৬ ও ২০২৭ এই দুই বছর মেয়াদী সভাপতি সম্পাদককে নির্বাচিত করা হয়।