গতকাল মঙ্গলবার বেলা ১১টায় সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ষোল মাইল মাদরাসা মাঠে উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল কালাম বিশ্বাসের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী উল্লাপাড়ার গণমানুষের প্রিয় নেতা মাওলানা রফিকুল ইসলাম খান। বক্তব্যে তিনি বলেন, মরহুম মাওলানা আবুল কালাম বিশ্বাস ছাত্রজীবন থেকেই একজন ত্যাগী ও নিবেদিত প্রাণ সংগঠক ছিলেন। ছাত্রজীবনে ইসলামি ছাত্রশিবিরের উপজেলা সভাপতির দায়িত্বপালন শেষে জামায়াতে যোগদান করে বিভিন্ন পদে দায়িত্ব পালন করে সর্বশেষ উপজেলা জামায়াতের নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

উল্লেখ্য, গতকাল সাংগঠনিক কাজে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের শেষ সীমান্তে সাংগঠনিক সফর শেষে বাড়ি ফেরার পথে ছোনকা বাজারে মহাসড়কে দুর্ঘটনার শিকার হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টায় ইন্তেকাল করেন।

জানাযা পূর্ব সমাবেশে আরো বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শায়েখ ড. মাওলানা আব্দুস সামাদ, জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা শাহিনুর আলম, নায়েবে আমীর আলী আলম, জেলা সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দীন, বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল, রায়গঞ্জ উপজেলা আমীর মোঃ আলী মর্তুজা, সাবেক উপজেলা চেয়ারম্যান এবিএম আব্দুস সাত্তার, বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি আয়নুল হক, মরহুমের কর্মস্থল ধানগড়া মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা লুৎফুর রহমান, শিবিরের কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক তরিকুল ইসলাম, শহর শিবিরের সভাপতি শামিম রেজা, রায়গঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক আশরাফ আলী ও সাংবাদিক আব্দুল্লাহ সরকার প্রমুখ নেতৃবৃন্দ। মাওলানা রফিকুল ইসলাম খান তার বক্তব্যে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং দোয়া করেন আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। তিনি শোকাভিভূত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।