মাধবদী (নরসিংদী) সংবাদদাতা : হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় দেশের অন্যান্য অঞ্চলের মতো শিল্পাঞ্চল নরসিংদীর মাধবদীতেও শীতের তীব্রতা বেড়েছে। রাতের পাশাপাশি দিনের বেলাতেও কনকনে ঠা-ায় বিপর্যস্ত হয়ে পড়েছেন ছিন্নমূল মানুষ। মাধবদী শহরের ফুটপাত, গরুরহাট, বাসস্ট্যান্ড, বিভিন্ন মার্কেটের বারান্দায় ও সাবেক রেললাইনের পাশে ঝুপড়ি ঘরে দেখা মিলছে এসব ছিন্নমুল মানুষের। শীতবস্ত্র, নিরাপদ আশ্রয় ও পর্যাপ্ত খাবারের অভাবে তাদের জীবনযাপন হয়ে উঠেছে চরম অনিশ্চিত ও কষ্টকর।

ভোরের আলো ফোটার আগেই মাধবদীর বাতাসে শীতের তীক্ষ্ণ ছোবল অনুভূত হচ্ছে। দিনভর মাধবদী শহরের ব্যস্ত এলাকা জুড়ে শীতের প্রকোপ কমছে না। শিল্প শহরের মানুষ কোট-সোয়েটার, জ্যাকেট ও গরম কাপড়ে নিজেদের ঢেকে রাখলেও ফুটপাতে থাকা মানুষগুলো পুরনো কাপড়, পলিথিন বা বস্তায় ঢেকে ঠা-া ঠেকানোর চেষ্টা করছেন। মাধবদী বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনির নিচে শুয়ে থাকা ষাটোর্ধ্ব সাত্তার মিয়া বলেন, “বয়স হয়েছে, শরীর আর আগের মতো নেই। এই শীতে রাতে ঘুমানোই সবচেয়ে বড় কষ্ট। ঠা-ায় বুক ব্যথা করে, কাশি ধরে। যদি কোনো দিন মোটা কম্বল জোটে, সেই দিনটা মনে হয় ঈদের দিন।’ তিনি আরও জানান, শীত বাড়লে আসুস্থ হয়ে পড়ার ভয় সব সময় তাড়া করে।”

মাধবদী পুরাতন বাসস্ট্যন্ড রাইন ওকে মার্কেটের বারান্দায় বসে থাকা রোকেয়া বেগমের সঙ্গে দুইটি ছোট বাচ্চা রয়েছে। তিনি জানান, “রাতে ওদের শরীর ঠা-া হয়ে যায়। নিজে কাঁপলেও ওদের বুকে জড়িয়ে রাখি। সাহায্য খুব কম আসে। কেউ কেউ খাবার দেয়, কিন্তু শীতের কাপড় সব সময় পাওয়া যায় না। এই শীতে সন্তানদের নিয়ে বেঁচে থাকাটাই আমার বড় লড়াই।”

মাধবদী গরুহাট এলাকায় দিন কাটানো যুবক মোশারফ বলেন, “শীতের সময় কাজ কমে যায়। রিকশা চালালেও যাত্রী পাওয়া যায় না। সকালে ঘুম থেকে উঠলে হাত-পা শক্ত হয়ে থাকে। একটা জ্যাকেট আর কম্বল থাকলে অন্তত রাতে একটু শান্তি পাওয়া যেত।” তার কথায় স্পষ্ট হচ্ছে, শীতের পাশাপাশি জীবিকার সংকটও এই মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে।

কালাই (জয়পুরহাট) : জয়পুরহাটের কালাইয়ে “কালাই সোশাল অর্গানাইজেশন” নামে একটি সামাজিক সেবা মূলক কেন্দ্র আত্ম প্রকাশ করেছে। আত্ম প্রকাশের দিনেই কালাইয়ের বিশিষ্ট সমাজসেবক মোঃ আবুল হাসনাত সরকার বাবলার সভাপতিত্বে কালাই আহলে হাদীস কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্সে ২৭ ডিসেম্বর শনিবার সকালে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাতিয়র কামিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ মোঃ আমিনুল ইসলাম, কালাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম, কালাই বিএম কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, শিরট্রী কলেজে প্রিন্সিপাল শাহজাহান আলী, প্রধান শিক্ষক রাইহান উদ্দিন ও বিশিষ্ট আলেমেদ্বীন শায়েখ সেলিম রেজা। এছাড়াও অনুষ্ঠানে কেএসও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।