চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় এক তরুণকে কুপিয়ে ও গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। স্ত্রীর পাঠানো তালাকনামায় ক্ষুব্ধ হয়ে দেশে ফিরে এক প্রবাসী এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর দেড়টার দিকে। নিহত তরুণের নাম মো. হাসিব (২৬)। তিনি নগরীর পাঁচলাইশ থানার জাঙ্গালপাড়া এলাকার বাসিন্দা। আগে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন, তবে গত দুই মাস ধরে বেকার ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, একই এলাকার এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাসিবের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় এক মাস আগে ওই নারী হাসিবের সঙ্গে পালিয়ে গিয়ে অন্যত্র বসবাস শুরু করেন এবং স্বামীকে বিদেশে তালাকনামা পাঠান। এতে ক্ষুব্ধ হয়ে ওই প্রবাসী গত সপ্তাহে দেশে ফিরে আসেন।
ওসি বলেন, “দেশে ফিরে প্রবাসী ব্যক্তি স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন এবং হাসিবকেও বোঝানোর চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হন। সোমবার দুপুরে তিনি হাসিবের বাসায় গিয়ে তাকে ডেকে স্থানীয় সঙ্গীত আবাসিক এলাকার ভেতরে নিয়ে যান। সেখানে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানোর পর গলা কেটে হত্যা করে পালিয়ে যান।”
পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। হত্যাকা-ে জড়িত প্রবাসীকে গ্রেফতারের জন্য অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি সোলাইমান। তবে তদন্তের স্বার্থে ওই প্রবাসীর নাম-পরিচয় প্রকাশ করেননি পুলিশ কর্মকর্তা।
সুন্দরগঞ্জে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা : গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রেনে কাটা পড়ে তহমিনা বেগম (৪৮) নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে।
সোমবার সকালে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের মধ্য সাহাবাজ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তহমিনা বেগম ওই গ্রামের আব্দুল কাদেরের স্ত্রী ও তিন সন্তানের জননী। রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে লালমনিরহাট থেকে সান্তাহারগামী ২০ ডাউন লোকাল ট্রেনটি বামনডাঙ্গা স্টেশনের অদূরে মধ্য সাহাবাজ এলাকায় পৌঁছালে তহমিনা বেগম রেললাইন অতিক্রমের সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে বোনারপাড়া রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ঘটনায় বোনারপাড়া রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
গাইবান্ধা রেলওয়ে স্টেশন পুলিশের ইনচার্জ এসআই সাহেব গণি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতের লাশ উদ্ধার শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।